যে কারণে 'বল টেম্পারিংয়ের' পরিকল্পনা বেনক্রফটকে ঘিরে

ছবি:

কেপটাউন টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির সময়ই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার লিড ছাড়িয়ে যায় ১০০ রান। ফলে চিন্তার ভাঁজ পড়ে অজি অধিনায়ক স্টিভেন স্মিথের কপালে। বল খুব একটা সুইং হচ্ছিল না। সুবিধা পাচ্ছিলেন না অজি পেসাররা।
এই হতাশা থেকেই মধ্যাহ্ন বিরতিতে বল বিকৃতির পরিকল্পনা করেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়রা। অজি অধিনায়ক স্টিভেন স্মিথ অবশ্য এই ঘটনায় জড়িত থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেননি। তিনি জানিয়েছেন এই সিনিয়র খেলোয়াড়রাই ‘লিডারশিপ গ্রুপে’র অংশ।
অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ও এই ঘটনায় জড়িতে ওপেনার ক্যামেরন ব্যানক্রফট জানিয়েছেন বল উইকেট থেকে ‘বাড়তি সুবিধা’ নিতেই এই পরিকল্পনা করেছিলেন তারা। তবে এই ঘটনার সঙ্গে কোচ ড্যারেন লেম্যানসহ দলের কোচিং স্টাফরা জড়িত নন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক।

পরিকল্পনা অনুযায়ী ব্যানক্রফট সাহায্য নিয়েছিলেন এক ধরণের হলুদ রঙের টেপের (সিরিশ কাগজও হতে পারে)। এই হলুদ টেপে মাঠের ধুলোবালু মাখিয়ে সেটা দিয়ে বল ঘষার মাধ্যমে বিকৃতির এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন অজি ওপেনার ব্যানক্রফট।
অবশ্য চা বিরতির সময় টেলিভিশন ক্যামেরার ধরা পড়ে যায় সেই দৃশ্য ভিডিওতে দেখা যায়, ক্যামেরন ব্যানক্রফট পকেট থেকে সেই হলুদ টেপ বের করে তা দিয়ে বল ঘষছেন। একটা পর্যায়ে সেই হলুদ টেপ পকেটে রাখার দৃশ্যও ধরা পড়ে টিভি রিপ্লেতে।
তৃতীয় আম্পায়ার ইয়ান গোল্ড নিজের লাউঞ্জে বসে সেই ফুটেজ দেখেই মাঠের আম্পায়ারদের নির্দেশ দেন ব্যানক্রফটকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেই সময় আম্পায়ারদের পকেট থেকে বের করে খালি রুমাল দেখালেও শেষ রক্ষা হয়নি।
এই ঘটনা বাস্তবায়নের জন্য ব্যানক্রফটকে বেঁছে নেয়ার একমাত্র কারণ, এই তরুণের দিকে ক্যামেরার ফোকাস কম থাকবে তাই। তাছাড়া মাত্র ৮ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন এই ক্রিকেটারের তারকা খ্যাতিও কম। এই সুযোগটাই লুফে নিতে চেয়েছিলেন অজি অধিনায়ক। তবে শেষ রক্ষা হলোনা।