বল টেম্পারিং কান্ডে টুইটারে সমালোচনার ঝড়

ছবি:

কেপ টাউন টেস্টের তৃতীয় দিন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের চেষ্টা করেছেন অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। টিভি ক্যামেরায় ধরা পড়েছে তার এই টেম্পারিং। দিনের খেলা শেষে অধিনায়ক স্টিভেন স্মিথ ও ব্যানক্রফট নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন।
অজি অধিনায়কের মতে নেতৃত্বস্থানীয় ক্রিকেটারদের পূর্বপরিকল্পনা অনুযায়ীই কাজটি করা হয়েছে। এর পর থেকেই সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমালোচনার মধ্যে পড়তে হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সমালোচনার ঝড় ওঠে।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এমন কাজে ক্ষুব্ধ হয়েছেন দেশটির প্রধানমন্ত্রীসহ অনেকেই। চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগেই অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এই টেস্টের জন্য তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামনে তাদের জন্য আরও বড় শাস্তি অপেক্ষা করছে।
এদিকে, ব্যানক্রফটের বল টেম্পারিংয়ের চিত্র টিভি ক্যামেরায় ধরা পরার পর, প্রোটিয়া পেসার ডেল স্টেইন কড়া সমালোচনা করেছেন অজি ক্রিকেটারদের। ব্যানক্রফটের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'আমরা কি এটা নিয়ে কথা বলতে পারি?'
Can we talk about this? pic.twitter.com/cmpRrOArgD
— Dale Steyn (@DaleSteyn62) March 24, 2018
আর নিজ দেশের ক্রিকেটারদের এমন কান্ড কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি লিখেছেন, 'এসব কি হচ্ছে... আমি কোথায় জেগে উঠেছি। দয়া করে আমাকে বলুন এটা একটা দুঃস্বপ্ন।'

WHAT THE ........ HAVE I JUST WOKEN UP TO. Please tell me this is a bad dream.
— Michael Clarke (@MClarke23) March 24, 2018
এই ঘটনায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উপর বেজায় চটেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি লিখেছেন, 'স্টিভ স্মিথ, তার দল এবং ম্যানেজমেন্টের সবারই তাদের ক্যারিয়ারে যা-ই হোক মেনে নিতে হবে তারা যে খেলায় প্রতারণার চেষ্টা করেছিল, এ পরিচয়েই সবাই তাদের চিনবে।'
Steve Smith,his Team & ALL the management will have to accept that whatever happens in their careers they will all be known for trying to CHEAT the game ... #SAvAUS
— Michael Vaughan (@MichaelVaughan) March 24, 2018
সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন মনে করছেন এর পেছনে আরও কারোর হাত আছে। এই সাবেক ইংলিশ ক্রিকেটার আঙুল তুলতে চাইছেন অজি কোচ ড্যারেন লেম্যানের দিকে, 'আমার দুই সেন্ট মূল্যের কথা- কোচ হিসেবে ড্যারেন লেম্যানের সবচেয়ে বড় পরীক্ষা এটা।
My 2cents worth - This will be Darren Lehmann’s greatest test as a coach, cos I will struggle to believe that this was all Bancroft’s idea. #SandpaperGate.
— Kevin Pietersen (@KP24) March 24, 2018
কার আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা ব্যানক্রফটের বুদ্ধি।' এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সাবেক অস্ট্রেলিয় ক্রিকেটার ক্রেইগ ম্যাকডারমটও, 'হতাশাজনক ও অসম্মানজনক............ ব্যাগি গ্রিনের জন্য একটা জঘন্য দিন।'
Disappointing and disgraceful........ a shocking day for the baggy green
— CraigMcDermott (@c_mcdermott328) March 24, 2018