promotional_ad

'অধিনায়ক' স্মিথকে নিষিদ্ধ করতে অজি সরকারের আহ্বান

promotional_ad

বর্তমানে ক্রিকেট বিশ্বে তোলপাড় চলছে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ান ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের বল টেম্পারিং ইস্যু নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিন বলের অবস্থা পরিবর্তন করতে দেখা গিয়েছিলো ২৫ বছর বয়সী ব্যানক্রফটকে। 


এরপরে সংবাদ সম্মেলনেও বল টেম্পারিংয়ের কথা স্বীকার করেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ন্যাক্কারজনক এই ঘটনার পর পরই নড়েচড়ে বসেছে দেশটির সরকার। জানা গেছে স্মিথকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) আহ্বানও জানিয়েছে তারা। স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল পর্যন্ত এই ঘটনাকে হতাশাজনক বলে অভিহিত করেছেন। 



promotional_ad

অস্ট্রেলিয়ান স্পোর্টস কমিশনের (এএসসি) সভাপতি জন উইলি ও প্রধান নির্বাহী কেট পামার পুরো অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। তিনি বলেন, 


'এএসসি সব খেলাতেই প্রতারণা নিষিদ্ধ করেছে। এএসসি এও আশা করে এবং প্রয়োজনীয় মনে করে যে অস্ট্রেলিয়া দল এবং অ্যাথলেটরা দেশের প্রতিনিধিত্ব করার সময় প্রশ্নাতীত ন্যায়পরায়নতা প্রদর্শন করবে। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের স্বীকারোক্তির পর এএসসি ক্রিকেট অস্ট্রেলিয়াকে আহ্বান করছে তাকে জরুরি ভিত্তিতে দায়িত্ব থেকে সরিয়ে দেবার।'



তিনি আরো বলেন, 'তার (স্মিথ) সাথে দল বা লিডারশিপের অন্য সদস্যরা অথবা কোচিং স্টাফ যারা বল টেম্পারিং করার পরিকল্পনা আগে থেকে জানতেন বা যুক্ত ছিলেন তাদেরও সরিয়ে দিতে বলা হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া সম্পূর্ণ তদন্ত শেষ করেও এটা করতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball