অনিশ্চিত বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

ছবি:

আগামী জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। কিছুদিন আগেই এমনটা জানিয়েছিলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে এবার ভিন্ন কথা শুনিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এই সিরিজটি আয়োজনের ব্যাপারে এখনও ভাবছে বিসিবি বলে গণমাধ্যমে বলেছেন আকরাম।

মূলত সামনে জাতীয় দল এবং 'এ' দলের লম্বা ক্রিকেট সূচি থাকাতেই আফগানদের সাথে সিরিজটি এখনও অনিশ্চিত। এই প্রসঙ্গে শনিবার সাংবাদিকদের আকরাম খান বলেন,
'আমরা প্রাথমিকভাবে আফগানিস্তানের সাথে সিরিজ আয়োজন করার ব্যাপারে রাজি হয়েছি, তবে আমাদের এটি নিয়ে আরো ভাবতে হবে কারণ আমাদের 'এ' দল এবং জাতীয় দলের লম্বা সূচি সামনে। আমাদের কিছু সময় প্রয়োজন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যে কেমন দল আমরা সেখানে পাঠাবো।'
বিসিবির এই কর্মকর্তা আরো বলেন, 'জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আমাদের সামনে লম্বা সূচি রয়েছে। আমাদের সামনে বিপিএল রয়েছে, এরপর হোম সিরিজ। এই সময়ের মধ্যে 'এ' দলও দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে এবং আয়ারল্যান্ড সফর করবে। সুতরাং আফগানিস্তানের বিপক্ষে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সবার আগে এসব নিয়ে ভাবতে হবে।'