ফিরছেন মাইকেল ক্লার্ক?

ছবি:

২০১৫ অ্যাশেজ সিরিজে পরাজয়ের পর পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক চাইলে আবারো ফিরতে পারেন ক্রিকেটে! এমনটা নিজেই জানিয়েছেন ক্লার্ক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের বল টেম্পারিং ইস্যুতে যখন তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে তখনই নিজের দেশের দায়িত্ব আবারো কাঁধে তুলে নেয়ার কথা জানালেন ২০১৩ অ্যাশেজ জয়ী অধিনায়ক। মূলত দলের সংকটময় পরিস্থিতির কথা চিন্তা করেই এমন ঘোষণা দিয়েছেন তিনি।
কেপ টাউন টেস্টের তৃতীয় দিন বল টেম্পারিং করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ব্যানক্রফট। ক্যামেরায় দেখা গেছে একটি হলুদ কাগজ দিয়ে বলটি ঘষছিলেন তিনি। এরপর সংবাদমাধ্যমেও বল টেম্পারিংয়ের কথা স্বীকার করেন ব্যানক্রফট এবং অধিনায়ক স্টিভ স্মিথ।

শুধু তাই নয়, ভবিষ্যতে এমনটা হবে না বলেও জানান অজি দলপতি। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা তো হয়েই গেছে। ক্রিকেট বিশ্ব জেনে গেছে অজিদের ধৃষ্টতার কথা। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ দর্শকেরা পর্যন্ত অস্ট্রেলিয়া দলের সমালোচনায় মত্ত হয়ে আছে।
অধিনায়কের পদ থেকে স্টিভ স্মিথকে হঠানোরও প্রস্তাব দিচ্ছেন অনেকে। এমতাবস্থায় দলকে বিপদমুক্ত করতেই ফিরে আসার সিদ্ধান্তের কথা জানান ক্লার্ক। অস্ট্রেলিয়ার জনপ্রিয় স্পোর্টস মিডিয়া চ্যানেল নাইনকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই অজি দলপতি বলেন,
'যদি আমাকে সঠিক ব্যক্তির কথা বলা হয়, তাহলে আমি বলবো আমার আরো একবার এর উত্তর সম্পর্কে ভাবা দরকার। আমাকে ফিরতে হলে অনেক বেশি মাঠে সময় দিতে হবে। তবে এটি যে খুব ভালো দেখাবে না এটি আমি হলফ করে বলতে পারি।'
ক্লার্ক আরো বলেন, 'ক্যামেরন ব্যানক্রফটের এটি অষ্টম টেস্ট ম্যাচ। আমি এটা বিশ্বাস করি না যদি উপরের কেউ এই সিদ্ধান্ত না নিতো তাহলে সে এটা করতো। এখানে উপরের কারো হাত আছে। স্টিভ স্মিথ অনেক ভালো ব্যক্তি... আমি তাঁর জন্য আসলেই দুঃখিত। আমাদের বিশ্বের সেরা বোলিং অ্যাটাক রয়েছে। কাউকে হারানোর জন্য আমাদের প্রতারণার আশ্রয় নিতে হয় না।'