promotional_ad

বল টেম্পারিংয়ের দায় স্বীকার করলেন ব্যানক্রফট

promotional_ad

বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের উপর। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট চলাকালীন সময় এমন কান্ড ঘটান এই অজি ক্রিকেটার।


এদিকে বল অভিনব কায়দায় বল টেম্পারিংয়ের বিষয়টি স্বীকার করেও নিয়েছেন অজি এই ওপেনার। গণমাধ্যমের সামনে জানান, 


"আমার উপরে অভিযোগ এসেছে। আমি আসলে বলের অবস্থার হালকা পরিবর্তন করার চেষ্টা করছিলাম। কিন্তু আমি যখন বড় পর্দায় নিজেকে দেখেছিলাম, তখন আমি শিরীষ কাগজটি নিজের ট্রাউজারে লুকিয়ে রাখতে চেয়েছিলাম।"


প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা যখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল তখন দেখা যায় এক অভিনব প্রক্রিয়ায় বল টেম্পারিং করছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ভিডিও ক্যামেরায় যার পুরোটি ধরা পরে।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জির দর্শকদের সুবিধার জন্য ভিডিওটি নীচে দেয়া হলঃ



ক্যামেরায় ধরা পরে ফিল্ডিংয়ের সময় শিরীষ কাগজ দিয়ে বলকে আরও উজ্জ্বল করার চেষ্টা করছিলেন বেনক্রফট। পরবর্তীতে ক্যামেরায় সেটা ধরা পড়লে কোচ ড্যারেন লেহম্যান অতিরিক্ত ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্বের কাছে নির্দেশনা পাঠান।


যিনি পরবর্তীতে ব্যানক্রফটকে বিষয়টি সম্পর্কে জানান। এরপর শিরীষ কাগজটি প্রথমে পকেটে ঢুকিয়ে ফেললেও পরবর্তীতে তিনি তার ট্রাউজারের ভেতর সেটা রেখে দেন।



মাঠে উপস্থিত আম্পায়াররা তাকে সাইডে নিয়ে জিজ্ঞেসাবাদ করেন। 


এই ঘটনার জন্য ডানহাতি এই ব্যাটসম্যানের ম্যাচ ফি'র ৫০ থেকে ১০০ শতাংশ জরিমানা হতে পারে। এমনকি ৩ বা ৪ ডিমেরিট পয়েন্ট পাওয়ার পাশাপাশি নিষিদ্ধও হতে পারেন এই অজি ক্রিকেটার।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball