আজকের এই মমিনুল হাথুরুর প্রোডাক্ট নয়

ছবি:

ভালো কোনো গুরু নয়, নয় কোনো আদর্শবান কোচ; সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহেকে শুধুমাত্র ভুল ধরিয়ে দেওয়া একজন কোচ হিসেবেই পেয়েছিলেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। আর হাথুরুর ধরিয়ে দেওয়া ভুলগুলো ঠিক করেছেন নিজের মতো। ক্রিকেটসকার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে মমিনুল জানান,
'হাথুরুসিংহে আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছিলেন। এটাকে আমি ইতিবাচক ভাবেই নিয়েছিলাম। দল থেকে বাদ পরাটা আমার জন্য ইতিবাচক ছিল। এটা আমার সাফল্যের ক্ষুধা বাড়িয়ে দেয়।
'আমি আরও আত্মবিশ্বাসী হই। ঐ সময়টাই আমার ক্যারিয়ার আরও ভালোর দিকে আগায়। আমি আমার দুর্বলতা গুলো কাটিয়ে ওঠার চেষ্টা করি। তবে সত্যি কথা বলতে আমি আমার ব্যক্তিগত কোচের পরামর্শ অনুযায়ী নিজের ভুলগুলো কাটিয়ে উঠি, অন্য কারো সাহায্য নিয়ে নয়।'

আর চট্টগ্রাম টেস্টে এই শ্রীলংকার বিপক্ষেই শতরান করেছিলেন মমিনুল, করেছিলেন দারুণ এক উদযাপনও। অনেকেই ভেবেছিল এই উদযাপন বিপক্ষ দলের কোচ হাথুরুসিংহেকে দেখানোর জন্য। তবে মমিনুল বলছেন ভিন্নকথা।
'না না। একেবারেই না (হাসি)... অনেকেই মনে করেছে আমি কাউকে বার্তা পাঠানোর জন্য প্রতিশোধ স্বরূপ সেঞ্চুরি করেছি। কিন্তু এটা সত্যি না। আসলে ২০১৪ সালের পর থেকে সেঞ্চুরি পাচ্ছিলাম না।
'আমার পারফর্মেন্সে আমি তৃপ্ত ছিলাম না। আমি যখন ৯০ এর ঘরে যাই। আমি তখন একটু চাপে পরি। যখন সেঞ্চুরি করতে পারি তখনই চাপ কেটে যায় আমার। তাই এমন উল্লাস।'