চালকের আসনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা

ছবি:

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩১১
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৫৫
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৭২ ওভারে ২৩৮/৫ (মারক্রাম ৮৪, এলগার ১৪, আমলা ৩১, ডি ভিলিয়ার্স ৫১*, দু প্লেসি ২০, বাভুমা ৫, ডি কক ২৯*; স্টার্ক ১/৪৮, হেইজেলউড ১/৪৬, কামিন্স ২/৪৭, লায়ন ১/৬৯, স্মিথ ০/৬, মিচেল মার্শ ০/১৮)।

কেপ টাউন টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ২৯৪ রানে এগিয়ে আছে ফাফ ডু প্লেসিসের দল।
তৃতীয় দিন সকালে ৯ উইকেটে ২৪৫ রান নিয়ে খেলতে নেমে ২৫৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে ওপেনার ক্যামেরন ব্যানক্রফট সর্বোচ্চ ৭৭ এবং নাথান লায়ন করেন ৪৭ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা এবং মরনে মরকেল নেন ৪টি করে উইকেট।
জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে ওপেনার ডিন এলগারকে হারালেও হাশিম আমলা এবং এইডেন মার্করামের ব্যাটে আগাতে থাকে স্বাগতিকরা। আমলা ৩১ করে পরবর্তীতে বিদায় নিলেও ৫০ তুলে নেন মার্করাম।
তবে ব্যক্তিগত ৮৪ রানে আউট হয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েন ওপেনার মার্করাম। কিন্তু সেখান থেকে ফিফটি হাঁকিয়ে দলকে বড় লিডের দিকে নিয়ে যান এবি ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৩৮ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।
দলের পক্ষে ৫১ রান নিয়ে ক্রিজে আছেন এবি ডি ভিলিয়ার্স এবং ২৯ রান নিয়ে ব্যাট করছেন কুইন্টন ডি কক। অস্ট্রেলিয়ার হয়ে পেসার প্যাট কামিন্স নেন ২টি উইকেট।