অস্ট্রেলিয়ার ওপেনারের উপর বল টেম্পারিংয়ের অভিযোগ

ছবি:

বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের উপর। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট চলাকালীন সময় এমন কান্ড ঘটান এই অজি ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকা যখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল তখন দেখা যায় এক অভিনব প্রক্রিয়ায় বল টেম্পারিং করছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ভিডিও ক্যামেরায় যার পুরোটি ধরা পরে।
ক্রিকফ্রেঞ্জির দর্শকদের সুবিধার জন্য ভিডিওটি নীচে দেয় হলঃ

https://www.dailymotion.com/video/x6gsjqa
ক্যামেরায় ধরা পরে ফিল্ডিংয়ের সময় শিরিজ কাগজ দিয়ে বলকে আরও উজ্জ্বল করার চেষ্টা করছিলেন বেনক্রফট। পরবর্তীতে ক্যামেরায় সেটা ধরা পড়লে কোচ ড্যারেন লেহম্যান অতিরিক্ত ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্বের কাছে নির্দেশনা পাঠান।
যিনি পরবর্তীতে বেনক্রফটকে বিষয়টি সম্পর্কে জানান। এরপর শিরিজ কাগজটি প্রথমে পকেটে ঢুকিয়ে ফেললেও পরবর্তীতে তিনি তার ট্রাউজারের ভেতর সেটা রেখে দেন। মাঠে উপস্থিত আম্পায়াররা তাকে সাইডে নিয়ে জিজ্ঞেসাবাদ করেন।
এই ঘটনার জন্য ডানহাতি এই ব্যাটসম্যানের ম্যাচ ফি'র ৫০ থেকে ১০০ শতাংশ জরিমানা হতে পারে। এমনকি ৩ বা ৪ ডিমেরিট পয়েন্ট পাওয়ার পাশাপাশি নিষিদ্ধও হতে পারেন এই অজি ক্রিকেটার।