আফগান সিরিজে বিশ্রামে সাকিবরা?

ছবি:

বছরের শুরু থেকেই টানা ক্রিকেট খেলে আসছে টাইগাররা। শুরুতেই শ্রীলংকা আর জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ, এরপরে শ্রীলঙ্কানদের সাথে ঘরের মাটিতে টেস্ট এবং টি-টুয়েন্টি সিরিজ খেলে টাইগাররা।
এরপরে মার্চের শুরু থেকে টাইগাররা ব্যস্ত ছিল নিদাহাস ট্রফি নিয়ে। নিদাহাস ট্রফি শেষে আবারো ঢাকা প্রিমিয়ার লীগের খেলায় ব্যস্ত টাইগাররা। টানা ক্রিকেটে স্বভাবতই ক্লান্ত মুশফিকরা। আর তাই তাদের বিশ্রামে পাঠানোর কথা ভাবছে বোর্ড।
এজন্য আফগান সিরিজে কোন দল পাঠাবে বিসিবি সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে বোর্ড পরিচালক আকরাম বলেন,

'এটা আমরা ভাবছি। নির্বাচক আছেন, বাকি বোর্ড মেম্বার যারা আছেন। ওনাদের সাথে আলাপ আলোচনা করে এই ডিসিশনটা নেব। সিরিজ চূড়ান্ত। কিন্তু আমাদের এগুলা নিয়ে চিন্তাভাবনা করতে হবে।
'যেহেতু আমাদের এরপর ‘এ’ সিরিজ ট্যুর তারপর কিন্তু আমাদের অনেকগুলো খেলা আছে। সব কিছু মিলিয়ে আমরা কিছুদিন সময় নিচ্ছি। দেখি কী অবস্থা হয়। কী ধরনের টিম আমরা পাঠাবো সেটা আমাদের মাথায় আছে। হয়ত বা আমরা আলোচনা করে কয়েকদিনের মধ্যে ডিসিশন নেব।'
ক্রিকেটারদের এখনই কেন ছুটি দেওয়া হচ্ছে না এই প্রসঙ্গেও কথা বলেছেন আকরাম। চলমান ঢাকা প্রিমিয়ার লীগে ক্রিকেটারদের অংশ নেওয়াটা জরুরী, এটাই জানান তিনি।
'এখন ডিপিএল চলছে। প্লেয়ারদের রেস্টের ব্যাপার আমাদের মাথায় আছে। ওদের প্রচুর ক্রিকেট খেললে ইনজুরির সমস্যা আছে কী না। এরপর আমাদের কোন প্লেয়ার আইপিএলে যাবে।এগুলো সব কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব।'