সাকিবকে ডাকছে সানরাইজার্স হায়দ্রাবাদ

ছবি:

১৯৮৭ সালের ২৪ই মার্চ খুলনা বিভাগের মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই শনিবার (২৪ই মার্চ) ৩১ বছর বয়সে পা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।
আর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে তারই আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজেদের অফিসিয়াল ফেসবুকে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছে হায়দ্রাবাদ। একইসঙ্গে সাকিবকে আইপিএল উপলক্ষে দলের সঙ্গে দ্রুত যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
প্রকাশিত ছবিটিতে লিখা ছিল শুভ জন্মদিন মিয়ান। যার অর্থ শুভ জন্মদিন 'ময়না' (যেহেতু সাকিবকে ময়না নামেই মাঠে ডাকা হয়)। আর ক্যাপশনে ইংরেজিতে যা লিখা ছিল তার বাংলা অর্থ,

'আমাদের বাংলাদেশী তারকা সাকিবকে জন্মদিনের বাঁধভাঙা শুভেচ্ছা। দ্রুত ঘরে ফিরে আসো।'
https://www.facebook.com/sunrisershyderabad/posts/1811015912302195
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২ কোটি রুপিতে বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ককে দলে নিয়েছিলো দলটি।
এর আগে সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন সাকিব। এবার তাকে নিলামের জন্য ছেড়ে দিয়েছিলো কলকাতা। নিলাম থেকে সাকিবকে দলে ভেড়ালো হায়দরাবাদে। সেই নিলামে সাকিবের বেস প্রাইজ ছিল ১ কোটি রুপি।