করাচিতে দ্বিতীয় শিরোপার জন্য লড়বে ইসলামাবাদ-পেশোয়ার

ছবি:

রবিবার পাকিস্তানের করাচিতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) তৃতীয় আসরের। ফাইনালে শিরোপার জন্য লড়বে জেপি ডুমিনির ইসলামাবাদ ইউনাইটেড এবং ড্যারেন স্যামির পেশোয়ার জালমি।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। পিএসএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ আর দ্বিতীয় আসরে শিরোপা ঘরে তুলেছিল পেশোয়ার। তাই দুদলের সামনে সুযোগ রয়েছে দ্বিতীয় বারের মত পিএসএল শিরোপা ঘরে তোলার।
তাই দুদলই চাইবে আগামীকাল যেকোন মূল্যে শিরোপা জিততে। দুদলই নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
এদিকে ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারবেন না ইসলাবাদ দলপতি মিসবাহ উল হক। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি।

অন্যদিকে পেশোয়ারের কোন ইনজুরি সমস্যা নেই। তবে তামিম ইকবাল হাটুর ইনজুরির কারণে চলে আসায় আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনায় আছে দলটি।
ইসলামাবাদ ইউনাইটেড সম্ভাব্য একাদশঃ লুক রঞ্চি (উইকেটরক্ষক), সাহেবজাদা ফারহান, জেপি ডুমিনি (অধিনায়ক), হোসেন তালাত, সামিত প্যাটেল, আসিফ আলী, স্যামুয়েল বদ্রি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ সামি, আমাদ বাট।
পেশোয়ার জালমি সম্ভাব্য একাদশঃ আন্দ্রে ফ্লেচার, কামরান আকমল (উইকেট রক্ষক), মোহাম্মদ হাফিজ, সাদ নাসিম, লিয়াম ডওসন, ড্যারেন স্যামি (অধিনায়ক), ক্রিস জর্ডান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, উমাইদ আসিফ, সামিন গুল