'আমরা কাউকে ছাড় দেবো না'

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে শেষ বলে দীনেশ কার্তিকের ছক্কায় হারতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে এই ত্রিদেশীয় টি২০ সিরিজে বাংলাদেশ দল তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সেই ম্যাচে চাপের মধ্যে ১৮ তম ওভারে নিজের শেষ ওভারে বোলিংয়ে এসেছিলেন বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। সেই ওভারে মাত্র ১ রান খরচায় এক উইকেট তুলে নেন এই কাটার মাস্টার।
মুস্তাফিজের ছয় বলের মধ্যে প্রথম চারটি বল ব্যাটেই লাগাতে পারেন নি ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর। সম্প্রতি কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম ক্রিকেট স্টেডিয়ামে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে ব্যক্তিতা দেয়ার সময় বিসিবি সভাপতি প্রশংসায় ভাসিয়েছেন মুস্তাফিজকে।

নাজমুল হাসান বলেছেন, "মুস্তাফিজ যে ছয়টি বল করলো, ওরা ভেবেছিল এই ছয় বলেই খেলা শেষ। একটি বলও ব্যাটে লাগাতে পারেনি। কাটারের পর কাটার মেরেছে মুস্তাফিজ। ওরা আমাকে বলেছে এরকম কাটার আমরা জীবনে দেখিনি। দুর্ভাগ্যক্রমে আমরা ম্যাচটি শেষ মূহুর্তে শেষ বলে হেরেছি।"
এই টি২০ টুর্নামেন্টে বাংলাদেশ দল বীরের মতো খেলেছে বলেও মনে করেন তিনি। নাজমুল হাসানের মতে, ওয়ানডে, টেস্টের পর টি২০ ক্রিকেটেও টাইগাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
এই প্রসঙ্গে পাপন যোগ করেছেন, "আমাদের ছেলেরা বীরের মতো লড়েছে। সারা বিশ্বকে জানান দিয়েছে আমরা শুধু ওয়ানডেতে না। টেস্টেও আমরা ভালো করেছি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে আমরা হারিয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে আমরা তাদের বিপক্ষে শততম টেস্টে জিতে এসেছি। এবার আমরা প্রমাণ করেছি টি২০ তেও কাউকে আমরা ছাড় দিবো না।"