দ্রুততম 'সেঞ্চুরির' সামনে রশিদ খান

ছবি:

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হিসেবেই অভিহিত করা হয় আফগানিস্তান রশিদ খানকে। একের পর এক কীর্তি গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। নিজেকে প্রমাণ করেছেন ব্যাটসম্যানদের ত্রাস হিসেবে।
এবার এই ১৯ বছর বয়সী আফগানের সামনে হাতছানি দিচ্ছে দারুণ আরেকটি রেকর্ডের। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তির সামনে এখন দাঁড়িয়ে আছেন এই লেগি।

বর্তমানে ৪৩টি ওয়ানডেতে রশিদ খানের উইকেট সংখ্যা ৯৯টি। এর আগে সবথেকে কম ৫২টি ওয়ানডে খেলে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক। এবার স্টার্ককে ছাড়িয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে রশিদ খানের সামনে।
হয়তো রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনাল ম্যাচেই এই রেকর্ডটি নিজের করে নিবেন এই আফগান লেগি। উল্লেখ্য এখন পর্যন্ত রশিদ খানের ওয়ানডেতে সেরা বোলিং ফিগার ৭/১৮। ২০১৭ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই উইকেট শিকার করেন তিনি।