ক্যারিয়ার সেরা বোলিং করেও মুশফিকদের থামাতে ব্যর্থ রবিউল

ছবি:

ডিপিএলের সুপার সিক্স পর্বের আজকের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লিজেন্ডস অফ রুপগঞ্জ। এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে টসে জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক নাইম ইসলামের হাফসেঞ্চুরিতে ৯ উইকেটে ২৬০ রানের পুঁজি দাঁড়া করায় রুপগঞ্জ।
অধিনায়ক নাইম ছাড়াও এদিন রান পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাইম, পারভেজ রসুল, টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং তুষার ইমরান। নাইম ৪৩, রসুল ৪৪, মুশফিক ৩৯ এবং তুষার অপরাজিত ৪৮ রান করেন।
শেখ জামাল ধানমন্ডির পক্ষে আজ দারুণ বোলিং করেছিলেন রবিউল হক। ৭ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে একাই ৫ উইকেট শিকার করেছেন ডানহাতি এই মিডিয়াম পেসার যা প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। অপরদিকে অলরাউন্ডার তানবির হায়দার নিয়েছেন ৪৮ রানে ২ উইকেট। এছাড়াও নাজমুল ইসলাম নিয়েছেন ১টি উইকেট।

লিজেন্ডস অফ রুপগঞ্জ-
আব্দুল মজিদ, মোহাম্মদ নাইম, নাইম ইসলাম (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), পারভেজ রসুল, তুষার ইমরান, মোহাম্মদ শহীদ, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন মিলন, সৈয়দ রাসেল, আসিফ হাসান।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-
জিয়াউর রহমান, সোহাগ গাজি, ইলিয়াস সানি, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানবির হায়দার, নাজমুল ইসলাম, আবু জায়েদ রাহি, সৈকত আলি, রবিউল হক, রাকিন আহমেদ, উন্মুক্ত চাঁদ, শচীন বেবি।