ব্যাটিংয়ে মুশফিক

ছবি:

ডিপিএলের সুপার সিক্স পর্বের আজকের ম্যাচে লিজেন্ডস অফ রুপগঞ্জর বিপক্ষে মাঠে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সকাল ৯ টায় বিকেএসপির তিন নম্বর মাঠে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রুপগঞ্জ অধিনায়ক নাইম ইসলাম।
এরপর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আব্দুল মজিদ এবং মোহাম্মদ নাইমের ব্যাটে ভালোই এগিয়ে যাচ্ছিলো রুপগঞ্জ। তবে দলীয় ২৪ রানের সময় মজিদকে ফিরিয়ে দিয়ে শেখ জামালের পক্ষে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাজমুল ইসলাম। এরপর মোহাম্মদ নাইম এবং অধিনায়ক নাইম ইসলামের ৭৫ রানের জুটিতে বড় স্কোরের পথে এগিয়ে যেতে থাকে রুপগঞ্জ।
তবে ৪৩ রান করে মোহাম্মদ নাইম রবিউল হকের শিকার হয়ে ফিরে গেলে এই জুটি ভাঙ্গে। নাইম আউট হওয়ার পর অধিনায়কের সাথে ক্রিজে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিকের ক্রিজে আসার পর পরই অবশ্য দ্রুত বিদায় নিতে হয় দলপতি নাইম ইসলামকে।

যদিও এর আগেই দারুণ একটি হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ৫১ রান করে তানবির হায়দারের বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে নাইমকে। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত রুপগঞ্জের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৩৯ রান (২৮ ওভার)। ক্রিজে ২১ রানে অপরাজিত আছেন মুশফিক এবং ৩ রান নিয়ে ব্যাট করছেন পারভেজ রসুল।
লিজেন্ডস অফ রুপগঞ্জ-
আব্দুল মজিদ, মোহাম্মদ নাইম, নাইম ইসলাম (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), পারভেজ রসুল, তুষার ইমরান, মোহাম্মদ শহীদ, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন মিলন, সৈয়দ রাসেল, আসিফ হাসান।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-
জিয়াউর রহমান, সোহাগ গাজি, ইলিয়াস সানি, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানবির হায়দার, নাজমুল ইসলাম, আবু জায়েদ রাহি, সৈকত আলি, রবিউল হক, রাকিন আহমেদ, উন্মুক্ত চাঁদ, শচীন বেবি।