promotional_ad

কোচ নিয়ে মন্তব্য করতে নারাজ সাকিব

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী কোচ কে হচ্ছেন এই নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন নিদাহাস ট্রফির পর পরেই কোচ পাচ্ছে টাইগাররা। কিন্তু সেই প্রক্রিয়া আদৌ কতটা এগিয়েছে সেটি এখনো জানা যায়নি। 


এদিকে টাইগারদের টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন কোচ নিয়োগ প্রসঙ্গে ক্রিকেটারদের কথা না বলাই উচিৎ হবে। শুক্রবার রাজধানীর মিরপুরে সাকিব’স ৭৫ রেস্টুরেন্ট ও কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাকিব বলেন, 



promotional_ad

'এটা এমন একটা বিষয় যা নিয়ে ক্রিকেটারদের কথা না বলাই উচিৎ। কারণ এতোদিন ধরে যেটা হয়েছে, কোনো না কোনো কোচ বিসিবিই নিয়োগ দিচ্ছে। আর একটা কথা হলো যে, কোচের সাথে সবসময়ই ক্রিকেটারদের সম্পর্ক ভালো। আমার মনে হয় না আজ অবদি কোনো কোচের সাথে ক্রিকেটারদের খারাপ সম্পর্ক হয়েছে।'


কোচ নিয়োগের বিষয়টি বিসিবির ওপরে ছেড়ে দেয়ারও আহ্বান জানান সাকিব। বিসিবির উপর পূর্ণ আস্থাও প্রকাশ করলেন তিনি। তাঁর ভাষ্যমতে, 'কোচের বিষয়ে বিসিবি যা ভালো মনে করবে তাই করবে। বিসিবি তো আর দেখেশুনে খারাপ কোচ নিয়োগ দিবে না। ইতোমধ্যে কোচ ঠিক করার জন্য বিসিবি থেকেই একজনকে দায়িত্ব দেয়া হয়েছে।'



তবে কোচ যেই আসুক নিজেদের কাজ ঠিকভাবে করে যাওয়াটাই হলো মূল লক্ষ্য থাকবে দলের সকলের বলে উল্লেখ করলেন টাইগার অলরাউন্ডার সাকিব। বললেন, 'আমাদের টার্গেট হলো আমরা কতোটা ভালো খেলতে পারি। কতোটা ভালো পারর্ফম করতে পারি সেদিকে নজর দেয়া। বিসিবি যত তাড়াতাড়ি পারে কোচ নিয়োগ দিবে। তারা অনেক চেষ্টা করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball