কিউইদের বড় লিডের পথে বাঁধা হল বৃষ্টি

ছবি:

আগের দিনের ১১৭ রানের লিডকে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড। অকল্যান্ডের বৃষ্টিই এর কারণ। তারপরেও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনশেষে ১৭১ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। হাতে বাকী ছয় উইকেট। ৯১* রানে দিনটি শুরু করেছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ১০২ রান করার পর তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান জেমস অ্যান্ডারসন। তবে অকল্যান্ডের বৃষ্টি খুব বেশি আগাতে দেয়নি নিউজিল্যান্ডকে। পুরো দিনে বেশ কয়েকবার বৃষ্টি হানা দেওয়ায় কিউইরাও বেশি রান করতে পারেনি। দ্বিতীয় দিনে তাদের সংগ্রহ চার উইকেটের বিনিময়ে ২২৯ রান। উইকেটে আছেন হেনরি নিকোলস (৪৯*) এবং জন ওয়াটলিং (১৭*)। সারাদিনে উইলিয়ামসনের উইকেট ছাড়া আর কোনো প্রাপ্তি নেই ইংল্যান্ডের বোলারদের। উল্লেখ্য, প্রথম দিনে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিলো সফরকারি ইংল্যান্ড। ট্রেন্ট বোল্ট (ছয় উইকেট) এবং টিম সাউদির (চার উইকেট) দারুণ বোলিংয়ের কাছেই ধরাশায়ী হয় ইংলিশরা। টেস্টের দ্বিতীয় দিনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও বৃষ্টির কারণে খুব বেশি এগোয়নি নিউজিল্যান্ড।
