এলগারের সেঞ্চুরিতে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার

ছবি:

কেপ টাউনের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নেমেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে ওপেনার ডিন এলগারের অপরাজিত ১২১ রানে ভর করে ৮ উইকেটে ২৬৬ রান করেছে স্বাগতিকরা।
এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা। তারা দলীয় ৬ রানের মাথায় তরুণ ব্যাটসম্যান এইডেন মার্করামকে হারায়। মার্করাম কোনো রান না করে স্টিভেন স্মিথের তালুবন্দী হন জস হ্যাজেলউডের বলে।
এরপর অবশ্য হাশিম আমলার সাথে ৮৬ রানের জুটি গড়ে দিনটি নিজেদের করে নেন অন্য ওপেনার ডিন এলগার। হ্যাজেলউডের বলে ব্যক্তিগত ৩১ রানে আমলা ফিরে গেলে এলগারের সাথে যোগ দিয়ে ১২৮ রানের জুটি গড়েন ক্রিকেটের ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার দলীয় ২২০ আঘাত হানেন প্যাট কমিন্স। ডি ভিলিয়ার্সকে (৬৪) আউট করার পর তিনি একে একে তুলে নিয়েছেন ফাফ ডু প্লেসিস (৫), টিম্বা বাভুমা (১) ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের (৩) উইকেট।

ব্যক্তিগত ৮ রান করা ভারনন ফিল্যান্ডরকে আউট করেন অজি পেসার মিচেল মার্শ। আর দলীয় ২৫৭ রানের মাথায় মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন কেশব মহারাজ (৩)। তারপর কাগিসো রাবাদাকে সঙ্গে নিয়ে ৮ উইকেটে ২৬৬ রান করে দিন শেষ করেন এলগার।
এই প্রোটিয়া তারকা দিন শেষে অপরাজিত আছেন ১২১ রানে। আর তার সঙ্গী রাবাদা ৬ রান নিয়ে টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন। অস্ট্রেলিয়ার হয়ে ৬৪ রানে ৪ উইকেট দখল করেছেন পেসার প্যাট কমিন্স।২ টি উইকেট নিয়েছেন হ্যাজেলউড। ১ টি করে উইকেট তুলে নিয়েছেন মিচেল মার্শ ও মিচেল স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোর :
প্রথম ইনিংস
দক্ষিণ আফ্রিকা : ২৬৬/৮ (৮৭ ওভার) (এলগার ১২১* , আমলা ৩১, ডি ভিলিয়ার্স ৬৫, রাবাদা ৬*; কমিন্স ৪/৬৪, হ্যাজেলউড ২/৩৭)।