promotional_ad

বাংলাদেশ হারলেও মন জয় করেছিলো শাস্ত্রির

promotional_ad

ভারতের কাছে নিদাহাস ট্রফির ফাইনালে পরাজয় নিয়ে এখনও অনেক ক্রিকেট ভক্তরা হাহুতাশ করে যাচ্ছেন। শেষ বলে ছয় দেয়ার জন্য সৌম্য সরকারকেও অনেকে কাঠগড়াতে দাঁড়া করাতে দ্বিধা করছেন না।


কিন্তু হয়তো এটি কেউ ভাবেনি যে ফাইনালে ওঠার স্বপ্নই পূরণ হতো না বাংলাদেশের যদি না দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন হস্তক্ষেপ না করতেন! শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত সেমিফাইনাল ম্যাচটির শেষের দিকে যে নাটক হয়েছিলো তা নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে গণমাধ্যমে। 


সেই ম্যাচে যদি অধিনায়ক সাকিব আল হাসানের কথা মতো ড্রেসিং রুমে ফেরত আসতেন মাহমুদুল্লাহ এবং রুবেল হোসেন তাহলে হয়তো আজকে আর ভারতের সাথে ফাইনাল খেলা হতো না বাংলাদেশের। বরঞ্চ বড় ধরণের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো গোটা দলকেই। 



promotional_ad

তবে সেসময়েই এগিয়ে আসেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। রিয়াদ ও রুবেলকে বুঝিয়ে শুনিয়ে আবারো ব্যাটিংয়ে ফিরে যেতে বলেন তিনি। আর এরপর কি হয়েছিলো সেটি তো সবারই জানা। ম্যাচ শেষে সুজনের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন অনেক সাবেক ক্রিকেটাররাই।   


সেই তালিকায় রয়েছেন ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রিও। ভারতের বিপক্ষে ফাইনালে পরাজয়ের পর সুজনের প্রশংসা করে শাস্ত্রি জানিয়েছিলেন লঙ্কানদের বিপক্ষে তাঁর নেয়া সিদ্ধান্ত একেবারে সঠিক ছিলো। পাশাপাশি ভারতের সাথে দারুণ করার জন্যও অভিনন্দন জানান তিনি দলকে।


গণমাধ্যমের সাথে আলাপকালে বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন সুজন নিজেই। শাস্ত্রি সম্পর্কে তিনি বলেন, 'ম্যাচশেষে রবি আমাকে অভিনন্দন জানিয়েছে। বলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওই সময়ে আমার সিদ্ধান্ত সঠিক ছিল। এছাড়াও বাংলাদেশের এমন লড়াইয়ে তিনি অভিনন্দন জানিয়েছেন। জয়ের পথেই ছিলাম। ভাগ্যটাই পাইনি।'



উল্লেখ্য শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটিতে বিতর্কিত আচরণের কারণে অধিনায়ক সাকিব এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাশাপাশি ১টি করে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছিলো তাদের নামের পাশে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball