promotional_ad

বোল্টের স্বপ্নকেও হার মানিয়েছে ইংল্যান্ড

promotional_ad

দুই কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির দুর্দান্ত সুইং বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলো না ইংল্যান্ড। গোলাপি বলে তাদের দারুণ সব ডেলিভারিতে দিবা-রাত্রির টেস্টের প্রথম সেশনেই ৫৮ রানে গুটিয়ে যায় জো রুটের দল।


পরে বল হাতেও দিনটি ভালো যায়নি ইংলিশদের। দারুণ ব্যাটিংয়ে দলকে বড় লিডের দিকে নিয়ে যাচ্ছেন উইলিয়ামসন। সুইংয়ের সামনে সাবলীল ব্যাটিংয়ে ইংলিশ বোলারদের পরীক্ষা নিচ্ছেন উইলিয়ামসন।


প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৭৫ রান। প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকরা এগিয়ে আছে ১১৭ রানে। এই ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।


মাত্র ২০.৪ ওভারে ৫৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১৯০০ সাল থেকে দলটির ইনিংস এর চেয়ে কম ওভার টিকেছে মাত্র দুইবার। নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের আগের সর্বনিম্ন ছিল ১৯৭৮ সালে ওয়েলিংটনে করা ৬৪। সব মিলিয়ে টেস্টে এটা ইংল্যান্ডের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর।



promotional_ad

প্রথম দিনের খেলা শেষে ইংলিশ কোচ ট্রেভর বেইলিস জানিয়েছেন এই ম্যাচে ইংলিশ ব্যাটসম্যানদের ফুটওয়ার্কে বেশ সমস্যা ছিল। বেশিরভাগ ব্যাটসম্যানরাই ফুল ল্যান্থের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন বলে আফসোস করেছেন ইংলিশ কোচ।


এই প্রসঙ্গে বেইলিস বলেছেন, "আমি মনে করি আমাদের ফুটওয়ার্কে আজ অনেক সমস্যা ছিল। বল কিছুটা সুইং হয়েছে কিন্তু  বল যখন সোজা আসছিলো, তখন এটাকে খেলা বেশ সহজ ছিল। আপনাকে এই বলটা সামনের দিকে খেলতে হবে। আজ আমাদের বেশিরভাগ ছেলেরাই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়েছে প্রায় ফুল ল্যান্থের বলে।"


দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের ভুলের কারণেই এই পরিণতি হয়েছে বলে মনে করেন বেইলিস। চাপের মূহুর্তে এমন হয়ে যায় বলেও মনে করেন ইংলিশ কোচ, "টপ অর্ডারের কেউ কেউ ভুল করেছে। চাপের মূহুর্তে এটা অনেকসময় হয়েই যায়। দুর্ভাগ্যবশত আজ আমাদের পালা ছিল। এটা যথেষ্ট ভালো ছিল না।"


এদিকে ইংল্যান্ডকে মাত্র ৫৮ রানে গুটিয়ে দেয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখা ট্রেন্ট বোল্ট দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন তিনি স্বপ্নেও ভাবতে পারেননি এমটা হবে। দুর্দান্ত বোলিং করে বেশ উচ্ছ্বসিত এই কিউই পেসার।



বোল্ট জানিয়েছেন, "স্বপ্নেও ভাবিনি যে টসে জিতবো এবং প্রথম সেশনেই তাদের অল আউট করে দিবো। এটা খুবই মজার ছিল। আমি স্কোরবোর্ড দেখলাম ২৩ রানের বিনিময়ে ৮ উইকেট। এট চমৎকার ছিল।"


দলের পরিকল্পনা সফল হওয়ায় বেশ আনন্দিত এই পেসার। বোল্ট বলেছেন, "যখন আপনার একটি পরিকল্পনা সঠিক ভাবে কাজ করবে এবং আক্ষরিক অর্থে যখন এটা আপনার চোখের সামনে ঘটবে এটা সম্ভবত সেরা অনুভূতি। এটা অনেক মজার। যে বেইলে লাইট জ্বলতে থাকা, এটা আমার মুখে হাসি ফোটায়। এবং এটা বেশ সন্তোষজনক।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball