প্রধান কোচের পদে ওয়ালশকে চাইঃ সুজন

ছবি:

নিদাহাস ট্রফিতে টি-টুয়েন্টি ফরম্যাটে নতুন এক বাংলাদেশ দলকে দেখেছে ক্রিকেটবিশ্ব। ব্যাটে বলে দারুণ পারফর্মেন্সের পাশাপাশি শরীরী ভাষায়ও দারুণ ছিল টাইগাররা।
টুর্নামেন্টের অঘোষিত সেমিফাইনালে সাকিবের উপস্থিতি দলকে পুনর্জীবিত করেছে ঠিকই কিন্তু দলকে জাগরণের গান শুনিয়েছেন আরেকজন, মনে করছেন টাইগারদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

তিনি হচ্ছেন নিদাহাস ট্রফিতে দলের হেড কোচের ভূমিকায় থাকা কোর্টনি ওয়ালশ। বৃহস্পতিবার দিন সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
সুজনের মতে, ক্যারিবিয়ান কিংবদন্তী ওয়ালশকে সবসময়ের জন্য হেড কোচ করা হলেও মন্দ হবে না। এক্ষেত্রে অবশ্য ওয়ালশের অভিজ্ঞতাই মুগ্ধ করেছে সুজনকে।
'আমি প্রেসক্রাইব করি তাকে (প্রধান কোচ) করা যায়। তিনি দারুণ একজন মানুষ। তিনি খুব সৎ একজন মানুষও। দলকে শ্রীলঙ্কায় তিনি দারুণভাবে সমর্থন দিয়েছেন। উজ্জীবিত করেছেন। তার অভিজ্ঞতার তো কোন কথাই নাই, ৪০ বছর ক্রিকেটের সঙ্গে আছেন। তিনি দারুণ অভিজ্ঞ। বাবার মতো ফিগার। সবচেয়ে বড় কথা দলের সবাই তাকে খুব পছন্দ করে। সব মিলিয়ে আমার মনে শেষ সিরিজে তিনি দুর্দান্ত ছিলেন।'