promotional_ad

সাকিবরা হায়দ্রাবাদের শক্তি বাড়াবেঃ পাঠান

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত দুই আসর ধরেই মিডল অর্ডারে যোগ্য ব্যাটসম্যানের অভাব বোধ করে আসছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের নবম আসরে দলটি চ্যাম্পিয়ন হলেও দেখা গেছে প্রায় প্রতি ম্যাচেই মিডল অর্ডার ব্যাটসম্যানেরা রান পেতে গলদঘর্ম হয়েছেন।


দশম আইপিএলেও একই অবস্থার মুখে পড়তে হয়েছিলো দলটিকে। হায়দ্রাবাদের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে বেশিরভাগ ম্যাচেই রান করে দিয়ে গেছেন ওপেনাররাই। তবে এই সমস্যা নিরসনে এবারের আইপিএলে অনেকটা আটঘাট বেঁধেই নেমেছে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিটি।


নিলামেও বেশ ভালো দাও মেরেছে তারা। মিডল অর্ডারকে শক্তিশালী করার লক্ষ্যে তারা দলে নিয়েছে সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, মনিষ পান্ডের মতো ব্যাটসম্যানদের। আর সানরাইজার্সের এবারের দল নিয়ে অনেকটাই আশাবাদি সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। 


স্টার স্পোর্টসের আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে পাঠান জানিয়েছেন এবারের নিলামে অসাধারণ একটি দলই তৈরি করেছে হায়দ্রাবাদ। বিশেষ করে মিডল অর্ডারের যে সমস্যাটি ছিলো সেটা এবার অনেকটা কাটাতে পারবে হায়দ্রাবাদ বলে মনে করেন তিনি। পাঠান বলেন, 



promotional_ad

'দলের কথা যদি বলেন, তাদের মিডল অর্ডার অনেক শক্তিশালী। আপনি দেখে থাকবেন ম্যাচ উইনারের দিক থেকে তাদের মিডল অর্ডার এর আগে অনেক সংগ্রাম করেছে। তবে তারা এখন এমন কিছু ক্রিকেটার পেয়েছে যে যারা এখন ফিনিশারের ভূমিকা পালন করতে পারবে।' 


ভারতীয় এই অলরাউন্ডার আরো বললেন, 'তারা পেয়েছে মনিষ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসানদের মতো ক্রিকেটারদের যারা একদম শেষ পর্যন্ত খেলে আসতে পারে। আমার মনে হয় এই দিকটি তারা সমাধান করতে পেরেছে এই আসরে।'  


পাশাপাশি এবারের নিলামে সানরাইজার্সরা তাদের ইস্যুগুলো ঠিকভাবেই তুলে ধরতে পেরেছে বলে বিশ্বাস করেন ইউসুফ পাঠান। তার মতে এবারের আসরে যোগ্য ফিনিশার নিয়েই খেলতে নামবে দলটি যার অভাব ছিলো গত আসরগুলোতে। পাঠানের ভাষ্যমতে, 


'নিলামে এসআরএস অসাধারণ দল তৈরি করেছে। তারা তাদের ইস্যুগুলো এর আগে তুলে ধরতে পেরেছে সফলভাবে। আমার মনে হয় তারা মিডল অর্ডারে কিছুটা সমস্যায় ভুগছিলো। আপনি যদি এসআরএসের আইপিএল পরিসসংখ্যান ঘাঁটেন তাহলে দেখতে পারবেন দেখবেন তাদের দারুণ দুইজন অপেনার আছে শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নার।



কিছু টপ অর্ডার ব্যাটসম্যান অনেক ভালো ছিলো, তবে ফিনিশারের অভাব প্রকট ছিলো তাদের দলে। আমার মনে হয় তারা এই ইস্যুটিই নিলামে তুলে ধরতে পেরেছে। সুতরাং আমার মতে এবারের আইপিএলে সানরাইজার্সের মিডল অর্ডার অনেক বড় ভূমিকা রাখবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball