তাসকিনের নতুন অভিজ্ঞতা

ছবি:

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে ঘরের মাঠে নিদাহাস ট্রফির ফাইনালে খেলা হয়নি শ্রীলঙ্কার। ফলে ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে দু দলেরই প্রায় কাছাকাছি সমর্থন পাওয়ার কথা ছিল স্বাগতিক দর্শকদের।
তবে তা হয়নি। লঙ্কানদের সম্পূর্ণ সমর্থন গিয়েছে ভারতের পক্ষেই। ফাইনালে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ের সুযোগ সৃষ্টি করলেও স্বাগতিকদের সমর্থন পায়নি টাইগাররা।

আজ সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে টাইগার পেস তারকা তাসকিন আহমেদ জানিয়েছেন তাদের খেলতে হয়েছে শ্রীলঙ্কান সমর্থকদের বিপক্ষেও। তবে তাতে করে বাংলাদেশ দলের মনোবল তাতে আরো শক্ত হয়েছে বলে ধারণা তাসকিনের।
এই প্রসঙ্গে তাসকিন জানিয়েছেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিন শ্রীলঙ্কার সাপোর্টার ছিলো ৯৮ ভাগ। বাংলাদেশ থেকে যে দর্শকরা গেছে বা যেসব বাঙালি ছিলো কেবল তারাই সাপোর্ট করেছে। ভারতের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কান সাপোর্টাররা ভারতকেই সমর্থন করেছে।'
এই টাইগার পেসার এটাকেও দেখছেন নতুন অভিজ্ঞতা হিসেবে, 'ওটা যদিও আসলে দেখার বিষয় না, মাঠে খেলাটাই মূল বিষয়। তবুও এইবার একটা নতুন অভিজ্ঞতা হলো পুরে ক্রাউডের বিপক্ষে মাঠে ক্রিকেট খেলা।'