তবুও বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রশিদ খান

ছবি:

ফেভারিট হিসেবেই ক্রিকেট বিশ্বকাপের বাঁছাই পর্ব খেলতে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল। কিন্তু প্রথম রাউন্ড থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে আফগানরা। ভাগ্যের জোড়ে সুপার সিক্সের টিকেট পাওয়ার পরও, সুপার সিক্সের শেষ পর্যায়ে এসেও ঝুলছে আফগানদের ভাগ্য।
তবে আফগান অধিনায়ক রশিদ খান তার দলের বিশ্বকাপের মূল পর্বে খেলার ব্যাপারে এখনও আশাবাদী। সুপার সিক্সের ম্যাচে আজ লড়ছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এই দুই দলের মধ্যে একদলের ভাগ্য আজ নিশ্চিত হয়ে যাবে।
৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে ক্যারিবিয়ানরাই। তাছাড়া হারলেও তাদের বড় সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। অন্য তিন দলেরও সম্ভাবনা ভালোভাবেই টিকে আছে। তবে সমীকরণটা ভিন্ন। কোনো পয়েন্ট না পাওয়া সংযুক্ত আরব আমিরাতের শুধু কোনো সুযোগ নেই।

সুপার সিক্সের শেষ ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে আফগানরা। এই ম্যাচে জয়ের সাথে অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। ৪ ম্যাচে ৪ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। আফগানদের মতোই ভাগ্য ঝুলে আছে আয়ারল্যান্ডেরও।
এদিকে, আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান জানিয়েছেন, আগামী ম্যাচে যেভাবেই হোক আয়ারল্যান্ডকে হারাতে চান তারা। তারপর দেখতে চান কি হয়। এই ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে বলে মনে করেন রশিদ খান।
এই প্রসঙ্গে আফগান অধিনায়ক বলেন, ‘যে কোনো কিছুই ঘটতে পারে। সুপার সিক্সে এসে এটা বলা খুব কঠিন যে এই দলটা সরাসরি যাবে। এখন পর্যন্ত কোনো দল উত্তীর্ণ হয়নি। সবারই অনিশ্চয়তা আছে। এটা দারুণ একটা ব্যাপার। আমরা শুধু আমাদের পরের ম্যাচটা জিততে চাই এবং কি ঘটে সেটা দেখতে চাই।’
স্কটল্যান্ড, জিম্বাবুয়ে এবং হংকংয়ের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করে অন্যতম ফেভারিট আফগানিস্তান। গ্রুপপর্বে একমাত্র নেপালের বিপক্ষে জয় পায় তারা। ওই রাউন্ড থেকে কোনো পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে আসতে পারেনি।
সুপার সিক্সে এসে অবশ্য হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। মঙ্গলবার অধিনায়ক রশিদ খানের বোলিং ঘুর্নিতে সংযুক্ত আরব আমিরাতকেও হারিয়েছে তারা। তাই টিকে আছে তাদের বিশ্বকাপের স্বপ্ন।