স্টোকসকে সীমা লঙ্ঘন করতে মানা করলেন রুট

ছবি:

তিনটি ডিমেরিট পয়েন্ট এরই মাঝে পেয়ে গিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলে এক টেস্টের জন্যে নিষিদ্ধ হয়ে যেতে পারেন এই তারকা ক্রিকেটার।
আর তাই নিজের সতীর্থকে আগলে রাখছেন ইংলিশ দলপতি জো রুট। ইতিমধ্যেই স্টোকসকে সতর্ক করেছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে মিডিয়ার সামনে ইংলিশ দলপতি এই প্রসঙ্গে জানিয়েছেন,
'সবাইকে এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিশ্চিত করতে হবে, (খেলোয়াড়দের আচরণ) যেন মানিয়ে নেয়ার মতো হয় এবং পরের ম্যাচ আর সিরিজে যেন তারা খেলতে পারে।

'আমার মতামত হলো, এটা যেহেতু তোমার দল, তোমাকেই এর দেখভাল করতে হবে। যদি এমন কিছু হয় যেটা তুমি পছন্দ কর না, তার দায়ও অবশ্যই তোমার।'
তবে স্টোকসকে মাঠে একেবারেই স্লেজিং থেকে বিরত থাকতে বলছেন না রুট। রুটের মতে কোনো কিছু সীমা অতিক্রম করলেই সমস্যা। আর তাই দলের সেরা অলরাউন্ডারকে সীমা লঙ্ঘন করতে বারণ করলেন তিনি।
'আমার মনে হয়, খেলোয়াড়দের কাছ থেকে যেন সেরাটা পাওয়া যায় সেটাও নিশ্চিত রাখতে হবে। তারা যেন সেরাটা দিতে পারে। এজন্য ব্যাটসম্যানদের সঙ্গে কিছুটা মুখোমুখি লড়াই হতেই পারে। তবে সেটা যেন সীমা অতিক্রম না করে।'