তিন ফরম্যাটে ভালো করার টোটকা দিলেন সাকিব

ছবি:

দলের সবাই নিজেদের দায়িত্ব বুঝে খেলতে পারলে তিন ফরম্যাটে একসাথে আগানো কঠিন কিছু হবে না বলে মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আলা হাসান। ধারাবাহিকতা প্রসঙ্গে ইনডিপেন্ডেন্ট টিভিকে তিনি জানান,
'সব কিছুই খুব স্থিতিশীল অবস্থায় আছে। খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই। সবাই সবার দায়িত্ব বুঝলেই কাজ সহজ হয়ে যায়। বেশিরভাগ ক্রিকেটার আছে যাদের বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।
'তাই কাজ আমার জন্য খুব কঠিন হওয়ার কথা না। আমরা যেন তিন ফরম্যাটেই ধারবাহিকভাবে ভালো খেলতে পারি, এমন ইচ্ছা থাকবে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটাই সবচেয়ে ভালো হবে।'

তবে শুধু কঠোর পরিশ্রম নয়, সাফল্যের চেহারা দেখতে হলে অনেক কিছু বিসর্জন দেওয়ার কথাও জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই প্রসঙ্গে সময় টিভিকে তিনি জানান,
'ভালো পর্যায়ে পৌছতে হলে আপনাকে অনেক কিছু বিসর্জন দিতে হবে। এই ব্যাপারটা মাথায় রাখলে অনেক কিছুই করা সম্ভব। সেক্ষেত্রে ডিসিপ্লিন বলেন, কঠোর পরিশ্রম বলেন এইসব তো সবার জানা।
'কে কিভাবে সেটা করতে পারে সেটাই বড় কথা। কেউ যদি কাজ গুলো ঠিক মত করতে পারে তাহলে সফল হওয়ার সুযোগ বেশি থাকে।'