আমিরাতকে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন অক্ষুণ্ণ আফগানদের

ছবি:

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের সুপার সিক্সের ম্যাচে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে খেলার স্বপ্ন অক্ষুণ্ণ রইলো আফগানদের।
সুপার সিক্সে আরও একটি ম্যাচ বাঁকি আছে আফগানদের। আগামী ২৩ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তান। মঙ্গলবার হারারের ওল্ড হারারিয়ান্সে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ১৭৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত।

আরব আমিরাতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৪ রান করেন শাইমন আনোয়ার। তাছাড়া ৪৫ রান এসেছে মোহাম্মদ নাভিদের ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে অধিনায়ক রশীদ খান ৫টি, দৌলত জাদরান ৩টি, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট দখল করেছেন।
ছোটো লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান। আফগানিস্তানের অবশ্য দলীয় ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। তারপর গুলবদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান জুটি বেঁধে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
৭৪ রান করে অপরাজিত থাকেন গুলবদিন নাইব। আর ৬৩ রান অপরাজিত থেকে মাঠ নাজিবুল্লাহ জাদরান। সংযুক্ত আরব আমিরাতের হয়ে মোহাম্মদ নাভিদ ও কাদির আহমেদ ২টি করে উইকেট নেন। আহমেদ রাজা দখল করেন ১টি উইকেট। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন আফগানিস্তানের গুলবদিন নাইব।