বৃষ্টি শেষে আবারও ব্যাটিংয়ে তামিম

ছবি:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটরের ম্যাচে কুয়েটা গ্লেডিয়েটর্সের বিপক্ষে মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশওয়ার জালমি। এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে টাইগার ওপেনার তামিম ইকবালের দল।
কিন্তু ব্যাটিংয়ে নেমেই বৃষ্টির বাঁধায় পরে ম্যাচটি। ম্যাচের মাত্র চার বল গড়ানোর পরই বৃষ্টি বাঁধায় পন্ড হয় খেলা। এখন পর্যন্ত জালমির সংগ্রহ ৪ বলে ৮ রান। এই রানের পুরোটাই এসেছে তামিমের ব্যাট থেকে।

বৃষ্টির পর আবারও ব্যাটিংয়ে নেমেছেন তামিম ইকবাল ও জালমির অন্য ওপেনার কামরান আকমল। বৃষ্টির কারণে খেলা বন্ধ হলেও কোনো ওভার কাটা যায়নি ম্যাচটির।
পেশোয়ার জালমি একাদশ: কামরান আকমল (উইকেট রক্ষক), তামিম ইকবাল, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হাফিজ, সাদ নাসিম, ড্যারেন স্যামি (অধিনায়ক), লিয়াম ডাউসন, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, উমদ আসিফ, সামেন গুল।
কোয়েটা গ্লাডিয়েটর্স একাদশ: টম কোহলার-ক্যাডমোর, আসাদ শফিক, রাইলি রসু, মাহমুদুল্লাহ, সরফরাজ আহমেদ (উইকেটেরক্ষক), থিসেরা পেরেরা, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলী, হাসান খান, মীর হামজা, রাহাত আলী।