হ্যালসলের পদত্যাগ

ছবি:

পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তার পদত্যাগের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিসিবির পক্ষ থেকে তাও বলা হয়েছে যে হ্যালসলের পদত্যাগ পত্র তারা গ্রহণ করেছেন তারা। এদিকে, বেশ আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তার পদত্যাগের বিষয়ে। অবশেষে আজ বিসিবি থেকেই স্বীকার করা হলো।
শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফির আগেই যখন বাংলাদশ দল প্রস্তুতি নিচ্ছিল, তখনই গুঞ্জন শোনা গিয়েছিল পদত্যাগ করতে পারেন চন্ডিকা হাথুরুসিংহের আমলে ফিল্ডিং কোচ থেকে সহকারী কোচে উন্নীত হওয়া রিচার্ড হ্যালসল।

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সময় রিচার্ড হ্যালসলকেই ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হ্যালসলকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, 'গত চার বছরে রিচার্ড বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অবিচ্ছেদ্য সদস্য এবং জাতীয় দলের অনেক সাফল্যের অংশ। বাংলাদেশ ক্রিকেটে তাঁর অবদানের জন্য বোর্ডের পক্ষ থেকে রিচার্ডকে ধন্যবাদ এবং তার সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা। "
হ্যালসল তার পদত্যাগ পত্রে বিসিবির প্রশংসা করে বলেছেন, 'আমি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই, জাতীয় দলের সাথে চারটি অসাধারণ বছর কাটানোর জন্য। আমি চমৎকার কিছু সহকর্মীর সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এবং আমি আমার ক্যারিয়ারের উন্নতির অনেক সুযোগ পেয়েছি।'