'এই হার জয়ের সমান'

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের সংশ্লিষ্ট অনেকেই এই হারকে জয়ের সমতুল্য মনে করছেন।
তাছাড়া, এই হার ভবিষ্যতে বাংলাদেশ দলকে সাহস দিবে বলেও মনে করেন অনেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয় সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন, এই সিরিজে বাংলাদেশ দল নিজেদের বেশ ভালো ভাবে মেলে ধরতে পেরেছে।
দুর্জয়ের ভাষ্যমতে, 'বাংলাদেশ দলের তেমন কোনো ভুল আমাদের চোখে পড়েনি। যে মানসিকতা নিয়ে খেলেছে সেটা কাছে থেকে দেখা ছিল অসাধারণ। মাঠ ও মাঠের বাইরে নিজেদের দারুণভাবে মেলে ধরেছে এই বাংলাদেশ। হারটা তো অবশ্যই হতাশার তবে এটাই সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এই হারকে জয়ের সমান বলে মূল্যায়ন করছেন। তিনি বলেছেন, 'কিছু হার হার না। জয়ের সমান। ভারতের বিপক্ষে বাংলাদেশের ফাইনালের হারটাও তেমন। এই দল সবার হৃদয় জয় করে নিয়েছে।'
তাছাড়া জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন না হওয়াকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন। এই আসরে দুর্দান্ত খেললেও বাংলাদেশ দলের বিভিন্ন জায়গায় উন্নতির জায়গা দেখছেন তিনি।
এই প্রসঙ্গে বাশার বলেছেন, 'টি ২০ ফরম্যাটটা মনে হয় আমরা বুঝতে পারছি। এই টুর্নামেন্টে বাংলাদেশ খুব ভালো খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা ট্রফি জিততে পারিনি। এখনও অনেক জায়গায় কাজ করতে হবে অবশ্যই। যখন একটু খারাপ সময় যাচ্ছে সেখান থেকে ফিরে আসার সামর্থ্য এই দলটার আছে।'
এই সিরিজে বাংলাদেশ দল মানসিকতার চ্যালেঞ্জে জয়ী হয়েছে বলেও বিশ্বাস বাশারের, 'সবচেয়ে বড় কথা শেষ সিরিজটা আমাদের ভালো যায়নি, তাই এই সিরিজটা আমাদের জন্য কঠিন ছিল। দেশের বাইরে গিয়ে ভালো খেলা সহজ ছিল না, যা এটাই প্রমাণ করে- মানসিকভাবে ওরা অনেক শক্তিশালী। জেতার ইচ্ছাটা প্রবল।'