promotional_ad

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন অক্ষুণ্ণ ক্যারিবিয়ানদের

promotional_ad

আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স পর্বের ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের দেয়া ২৯০ রানের লক্ষ্য ১ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।


ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ব্যাট হাতে ব্যর্থ হলেও এভিন লুইসের ৬৪, উইকেটরক্ষক ব্যাটসম্যান সাই হোপের ৭৬ ও মারলন স্যামুয়েলসের ৮৪ রানে দাপুটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।


জিম্বাবুয়ের হয়ে ব্লেজিং মুজারাবানি ও অধিনায়ক গ্রায়েম ক্রেমার ২ টি করে উইকেট নেন। ১ টি করে উইকেট দখল করেছেন সিকান্দার রাজা ও শেন উইলিয়ামস। এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জুম্বাবুইয়ান অধিনায়ক গ্রায়েম ক্রেমার।


ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার চ্যাপহাস জুয়াউয়ের উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। জুয়াউ কোনো রান না করেই জেসন হোল্ডারের বলে কেমো পালের হাতে ক্যাচ দিয়ে আউট হন।



promotional_ad

তারপর দলীয় ২৮ রানে অভিজ্ঞ মাসাকাদজা ৭ রান করে হোল্ডারের দ্বিতীয় শিকার হন সাই হোপের হাতে ক্যাচ দিয়ে। তারপর ব্র‍্যান্ডন টেইলর শেন উইলিয়ামসকে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন।


শেন উইলিয়ামস কিমো পালের বলে অ্যাশলি নার্সকে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। তারপর সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে টেইলর ৭৯ রানের জুটি বাঁধলে বড় রানের স্বপ্ন দেখে। তবে, সিকান্দার রাজা ২২ রান করে হোল্ডারের চতুর্থ শিকার হলে তাসের ঘরের মতো ধসে পড়ে জিম্বাবুয়ের ইনিংস।


এরপর জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করা ব্রেন্ডট টেইলর ১৩৮ রান করে আউট হন কেমার রোচের বলে। ৩০ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া শন মায়ার আবার নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ২৮৯ রানে অল আউট হয়। 


উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার সর্বোচ্চ ৪ উইকেট নেন। তিনটি উইকেট দখল করেন কেমার রোচ। বাকি দুইটি উইকেট নিয়েছেন কিমো পাল। এই এই জয়ে বিশ্বকাপে অংশগ্রহণের আশা বাঁচিয়ে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।



৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ারের সুপার সিক্স পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে ক্যারিবিয়ানরা। সুপার সিক্সের শেষ ম্যাচে তারা স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।


সুপার সিক্স পর্বের পয়েন্ট তালিকায় ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বর অবস্থানে রয়েছে স্কটল্যান্ড। আর ৪ ম্যাচে ৫ পয়েন্টে দুই নম্বরে রয়েছে বিশ্বকাপ বাঁছাই পর্বের স্বাগতিক জিম্বাবুয়ে। স্বাগতিকরা শেষ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball