দ্বিতীয় সেরা মুশফিক

ছবি:

নিদাহাস ট্রফির পর্দা নেমেছে রবিবার। বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে এই আসরের শিরোপা জিতেছে ভারত। এই টি২০ ত্রিদেশীয় সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিন দলের ক্রিকেটাররাই।
টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট হাতে চমক দেখিয়েছেন বেশ কয়েকজন ব্যাটসম্যান। তবে, ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কা না খেললেও এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়েছেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা।
কুশাল ৪ ম্যাচ খেলে ৩ অর্ধশতকে ২০৪ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৭৪ রান। তিনি ৫১ গড়ে রান করেছেন। এদিকে এই লঙ্কান ব্যাটসম্যানের ঠিক পরেই আছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

মুশফিক ৫ ম্যাচ খেলে ২ অর্ধশতকে ৬৬.৩৩ গড়ে ১৯৯ রান করেছেন। মুশফিক ব্যাট হাতে দুই ম্যাচে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। মুশফিকের পরেই এই টি২০ টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।
৫ ম্যাচ খেলে মুশফিকের চেয়ে ১ রান কম করে এই অবস্থানে আছেন তিনি। ৩৯.৬ গড়ে ধাওয়ানের সংগ্রহ ১৯৮ রান। ব্যাট হাতে দুই অর্ধশতকে এই রান সংগ্রহ করেছেন ভারতীয় ওপেনার।
ধাওয়ানের পরে চতুর্থ স্থানে আছেন আরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৫ ম্যাচে রোহিতের সংগ্রহ ১৭৩ রান। ২ অর্ধশতকে ৩৪.৬০ গড়ে এই সিরিজে রান করেছেন রোহিত।
এই তালিকার ৫ নম্বরে আছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবাল। এই বাঁহাতি ৫ ম্যাচ খেলে ১ অর্ধশতকে ৩০.৮ গড়ে ১৫৪ রান করেছেন। এই টুর্নামেন্টে তামিমের সর্বোচ্চ রান ৫০।