সৌম্যর পাশে দাঁড়ালেন মুশফিক

ছবি:

শেষ ওভারে ১২ রান দিয়ে নিদাহাস ট্রফির ফাইনাল হারানোর কারণে অনেক বেশি সমালোচনা সহ্য করতে হচ্ছে সৌম্য সরকারকে। আর দুর্দিনে তার পাশে দাঁড়ালেন মুশফিকুর রহিম। সোমবার, টাইগাররা দেশে ফেরার দিনে গণমাধ্যমকে মুশফিক জানান,
'সৌম্যকে দোষ দেওয়াটা অবশ্যই খারাপ। কেননা একজনের জন্যই আমরা ম্যাচ হারিনি। আমাদের সব বোলাররা যদি দুই-তিন রান করে কম দিতো, আর ব্যাটসম্যানরা যদি দশটা রান বেশি করতে পারতো, তাহলে প্রেক্ষাপট ভিন্ন হতে পারতো। যেহেতু ক্রিকেট দলীয় খেলা। পরাজয়টা সেক্ষেত্রে একজনের হয়নি, সবার হয়েছে।'
এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ফুটে উঠেছে টাইগার উইকেটরক্ষকের মুখে। পাশপাশি আগামিতে এই অবস্থানে পরলে সৌম্য ভালো করতে পারবে বলেও মনে করেন তিনি। মুশফিক বলেন, 'এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর এবারই এমন কোনো অবস্থার মুখোমুখি হয়েছে সৌম্য। আমি নিশ্চিত,পরবর্তীতে এই ধরণের অবস্থায় পড়লে ভালো করবে সে।'

ভারতের বিপক্ষে কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। সেটি অবশ্য অকপটে স্বীকার করলেন মুশফিক নিজেও। আর এর কারণেই তীরে এসে তরি ডুবেছে দলের। মুশফিক বলছিলেন, 'অনেক বড় মাপের বোলাররাও শেষ ওভারে স্নায়ুর চাপ ধরে রাখতে ব্যর্থ হয়েছিলো। এমনকি একই স্টেডিয়ামে মালিঙ্গাও স্যামুয়েলসের কাছে হেরে গিয়েছিলো। আমরা ভালো সুযোগ হারিয়েছি অবশ্যই। কেননা প্রতিদিন আপনি ভারতকে হারানোর সুযোগ পাবেন না। সব মিলিয়ে আমরা দুটি সুযোগ নষ্ট করেছি ভারতের বিপক্ষে।'
তবে এই ম্যাচ থেকে শিক্ষা নিচ্ছেন মুশফিক। ডেথ বোলিং নিয়ে কিছুটা কাজ করতে হবে বলেও মনে করছেন আসরে বাংলাদেশ দলের সবচেয়ে সফল এই ব্যাটসম্যান। পাশপাশি ইকোনমি রেট নিয়েও কাজ করতে হবে মনে করেন তিনি,
'পাওয়ার প্লে'র ওভারগুলোতে আরও কয়েকটি উইকেট নিতে পারলে ভালো হতো। আমাদের ডেথ বোলিং নিয়েও কাজ করা জরুরী। উইকেট ফ্ল্যাট ছিল। ইকোনমি রেটে ভারত থেকেও পিছিয়ে ছিলাম আমরা। 'তবে এতো কিছুর পরেও টি-টুয়েন্টিতে আমরা কিছুটা আত্মবিশ্বাস খুঁজে পেয়েছি। যেটা আমরা ওয়ানডে বা টেস্টে অনেক সময় ধরেই পেয়ে আসছি।'