বাংলাদেশের ভয়ডরহীন ক্রিকেটে মুগ্ধ রোহিত

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। তবে জয়ের জন্য ভারতীয়দের শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ভারতের ইনিংসের ১৯ তম ওভারে টাইগার পেসার রুবেল হোসেন ২২ রান না দিলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।
ইনিংসের শেষ বলেও পাঁচ রান প্রয়োজন ছিল ভারতের। সৌম্য সরকারের বলে দিনেশ কার্তিক ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তবে এই সিরিজে নতুন এক বাংলাদেশ দলকে দেখা গেছে।
সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে টি২০তে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে বাংলাদেশ দল। এখন বাংলাদেশ দলকে টি২০ ক্রিকেটে পিছিয়ে থাকা দল বলার আর কোনো সুযোগ নেই। সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশের ভয়ডরহীন ক্রিকেটে মুগ্ধ হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এই ভারতীয় অধিনায়ক মনে করেন বাংলাদেশ দল নিজেদের মেলে ধরতে পারে মুক্ত ভাবে এবং এটা উপভোগ করে। এটাই বাংলাদেশের ক্রিকেটের ধরন বলে মন্তব্য করেছেন রোহিত শর্মা।
রোহিতের ভাষ্যমতে, ‘ওরা ভয়ডরহীন ক্রিকেট খেলে, এটা সব সময়ই ভালো। তারা মাঠে নেমে নিজেদের মেলে ধরে মুক্তভাবে এবং তা উপভোগ করে। এতে কখনো হিতে বিপরীত হয়, যখন সবকিছু আপনার পক্ষে থাকে না। কিন্তু এটাই ওদের ক্রিকেটের ধরন।’
গত কয়েক বছরে বাংলাদেশ দলের উন্নতি চোখে পড়েছে রোহিতের। তাছাড়া অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে এই দলটা সামনে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন রোহিত। এই ভারতীয় অধিনায়কের দৃষ্টিকোণ থেকে অভিজ্ঞরাই তরুণদের পথ দেখাচ্ছেন।
এই প্রসঙ্গে রোহিত বলেন, ‘তারা অবশ্যই দারুণ ভালো একটা দল। গত তিন বছরে আমার দেখেছি ওরা কতটা বদলে গেছে। ওদের বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। আছে কিছু নতুন মুখও আছে। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় থাকা সবসময়ই দারুণ। প্রত্যাশিত ফলটা তাহলে মেলে। দলের অভিজ্ঞরা তরুণদের পথ দেখাচ্ছে।