ব্রেট লির চোখে নিদাহাস ট্রফির সেরা পেসার রুবেল

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ফাইনালে ভারতের ইনিংসের ১৯তম ওভারে রুবেল হোসেন ২২ রান না দিলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারতো।
টাইগার পেসার রুবেল হোসেন দলের ব্যর্থতার জন্য নিজেকে দায়ী করে ফেসবুক পেজে একটি স্টেটাস দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তবে সদ্য শেষ হওয়া নিদাহাস ট্রফিতে রুবেলের দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়েছে অস্ট্রেলিয়ার সাবেক স্পিডস্টার ব্রেট লির।
ব্রেট লির চোখে রুবেলই এই টুর্নামেন্টের অন্যতম সেরা পেসার। ফাইনালে প্রথম ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট দখল করেছিলেন রুবেল। কিন্তু নিজের শেষ ওভারে ২২ রান দিয়ে দলের আশার প্রদীপ নিভিয়েছেন।

এই টুর্নামেন্টে বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ব্রেট লি। টাইগার পেসারে রুবেলের খেলাটা খুব মন দিয়েই দেখেছেন এই সাবেক অজি পেসার। রুবেলের বোলিং বৈচিত্র্যে্র সাথে ইয়র্কারের ধারাবাহিকতা বিশেষ ভাবে চোখে পড়েছে ব্রেট লির।
রুবেলের প্রশংসা করে ব্রেট লি বলেছেন, 'আমার কাছে সেই সম্ভবত একমাত্র খেলোয়াড় যে এই টুর্নামেন্টে সিমের ব্যবহার যথাযথ করতে পেরেছে, ছোটো রান আপে এসে ভালো ইয়র্কার দিয়েছে। হ্যাঁ, আসরে সবাই ইয়র্কার দিয়েছে কিন্তু এটা আমি আরো বেশি দেখতে চাই।'
এদিকে বাংলাদেশ দলকে নিদাহাস ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন রুবেল। ট্রফির টুর্নামেন্ট শেষে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তাছাড়া এই আসরে বল হাতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সফল বোলারও তিনি। ৫ ম্যাচ খেলে রুবেল শিকার করেছেন ৭ উইকেট নিয়েছেন। ওভার প্রতি দিয়েছেন ৮.৭৪ রান।