বাংলাদেশ বীরের মতো খেলেছেঃ পাপন

ছবি:

ফাইনাল না জিততে পারলেও বাংলাদেশ দল বীরের মত খেলেছে। এমনটাই মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। রবিবার হারের পর সোমবারই দেশে ফিরেছে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টায় কলম্বো থেকে রওনা হয়ে সাড়ে তিন ঘণ্টার ভ্রমণ শেষে সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ টাইগাররা।

চলতি মাসের চার তারিখ নিদাহাস ট্রফিতে অংশ নিতে শ্রীলংকা গিয়েছিল বাংলাদেশ দল। দলের সঙ্গে দেশে ফিরেছেন বোর্ড প্রেসিডেন্টও। দেশে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন,
ভারতের কাছে হারলেও ছেলেদের কষ্ট দেখেছেন। খেলায় হারজিত থাকবেই। তারপরও টাইগাররা প্রত্যেকটা ম্যাচ বীরের মত খেলেছে। তিনি বলেন, ‘ছেলেরা বীরের মতো খেলেছে। এটা ঠিক ভারতের কাছে হেরেছে।
ছেলেদের কষ্টটা আমি দেখেছি। হারের পর ওরা ভেঙে পড়েছিল। মানসিক অবস্থা খুব নাজুক ছিল। খেলায় হার-জিত থাকবেই। এক দল জিতবে এক দল হারবে। প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশ বীরের মতো খেলেছে।’