মুস্তাফিজের অপেক্ষায় রোহিত

ছবি:

রবিবার ফাইনালে ১৮তম ওভারে বোলিংয়ে এসে ভারতীয় ব্যাটসম্যানদের নাচিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার দুর্দান্ত বোলিংয়ে সেই ওভারে মাত্র ১ রান নিতে সক্ষম হয় ভারতীয় ব্যাটসম্যানরা।
এমনকি মানিশ পান্ডের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্নও দেখান এই পেসার। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত দলের সদস্য হয়ে মাঠ ছাড়তে হয় এই পেসারকে। কিন্তু তারপরও অনেক প্রাপ্তি ছিল এই কাটার মাস্টারের।

দেশে ফিরে কয়েকদিন পরই উড়াল দিবেন ভারতের উদ্দেশ্যে। আইপিএলে খেলবেন নিদাহাস ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেয়া দলপতি রোহিত শর্মার অধীনে। আর রবিবার মুস্তাফিজের বোলিং দেখার পর তাকে দলে পেয়ে রোমাঞ্চিত রোহিত শর্মা।
জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে ফিজের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন এই ভারতীয়। ডানহাতি এই ব্যাটসম্যান জানান,‘মুম্বাইয়ের দলে তাকে পেয়ে সত্যিই আমি রোমাঞ্চিত।
আন্???র্জাতিক ক্রিকেটের জন্য সে দারুণ প্রতিশ্রুতিশীল একজন ক্রিকেটার। আমি আশা করি, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও সে অনেক ভালো খেলবে।’