'কেঁদে লাভ আছে?'

ছবি:

আরও একটি ফাইনাল, আরও একটি স্বপ্নভঙ্গ। তারপরও হতাশ হতে নারাজ টাইগারদের টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান। এর আগেও ফাইনালে একদম জয়ের খুব কাছ থেকে ফিরে এসেছিল বাংলাদেশ।
রবিবারের ফাইনালেও তাই হয়েছে। কিন্তু টাইগার কাপ্তান সাকিব আল হাসান মনে করেন এমন পরিস্থিতিতে আসলে কিছু করার থাকেনা কারও। তবে এসব কিছুকে পেছনে ফেলে পরের বার সুযোগ পেলে সেটাকে কাজে লাগাতে চান এই অলরাউন্ডার।
ফাইনালের পর ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানে এসে এসব নিয়েই কথা বলেছেন তিনি। তিনি মনে করেন এভাবেই উন্নতি করবে বাংলাদে। হতাশ হয়ে কেঁদে কোন লাভ নেই। তিনি বলেন,

'এখন কি করব? কেঁদে লাভ আছে? আবেগ থাকে, থাকতে পারে। কিন্তু এরকম পরিস্থিতিতে আসলে কিছু আর করার নেই। হয়তো শিখতে পারি। পরের বার আবার সুযোগ পেলে হয়তো চেষ্টা করতে পারি।
আমরা বেশ কটি ফাইনাল হারলাম এ রকম। বেশিরভাগই ক্লোজ ছিল। সবচেয়ে ক্লোজ হয়েতা এশিয়া কাপেরটা (২০১২ সালে) ছিল, এটা হয়ত আরও ক্লোজ হলো। এভাবেই তো এগোচ্ছি!'
এদিকে এমন সময়ে ম্যাচ হারের জন্য বোলারকেও দুষছেন না সাকিব। তিনি মনে করেন, ১০ বারের মধ্যে হয়ত ৬-৭ বারই বোলার পারবে কিন্তু হয়তো মাঝে সাঝে একটু ভিন্ন হয়ে যায়।
এছাড়াও প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের প্রশংসায় ভাসান টাইগার কাপ্তান। ভাগ্য তাদের পক্ষে ছিল জানিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার আরও বলেন, 'এটা কি স্নায়ুর চাপ নাকি ভাগ্য, সেটা বলা মুশকিল। ধরেন, এক ওভারে ৯ রান দরকার ছিল (২০১২ এশিয়া কাপের ফাইনালে), খুব বেশি কিন্তু নয়। হয়নি।
আবার আজকে শেষ বলে ৫ রান, বেশিরভাগ সময়ই করা যায় না। ১০ বারের মধ্যে হয়ত ৬-৭ বারই বোলার পারবে। শেষ ২ ওভারে ৩৫ রান থাকলেও বেশিরভাগ সময়ই বোলিং দলের জেতার কথা। স্রেফ হয়নি আজ। এটাকে আমি স্নায়ুর চাপ বলব না। ওদের ব্যাটসম্যান বেশি ভালো খেলেছে। ভাগ্যও ছিল না পক্ষে।'