শ্রীলঙ্কান সমর্থকদের প্রতি কৃতজ্ঞ রোহিত
ছবি:

নিদাহাস ট্রফির ফাইনাল চলছিল ভারত আর বাংলাদেশের মধ্যে। কিন্তু সমর্থকরা সব শ্রীলঙ্কান। সিরিজের অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশ শ্রীলংকাকে বিদায় করায় স্বাভাবিকভাবেই লঙ্কান সমর্থকরা চেয়েছিল ভারতের দিকে।
রবিবারের ফাইনালেও ভারতকে শিরোপা জেতাতে দারুণ সহযোগিতা করেছে লঙ্কান সমর্থকরা। আর তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানিয়েছেন,

'খেলাটা দারুণ ছিল। ক্রাউডও দারুণ ছিল। শ্রীলঙ্কান সমর্থকদের ধন্যবাদ আমাদের অনেক বেশি সমর্থন করার জন্য। আসরটা কঠিন ছিল, শিক্ষণীয় ছিল। দলের অনেকেই নতুন।
'খুব বেশি ম্যাচ খেলেনি তারা। এই আসরের মাধ্যমে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। খেলার সময় আমি তাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে বলেছি। তারা চেষ্টা করেছে।'
৮ বলে ২৯* রান করে ম্যাচ শেষ করে আসা কার্তিকের প্রশংসাও করেছেন রোহিত। 'কার্তিককে ধন্যবাদ। তার ম্যাচ শেষ করার অভিজ্ঞতা আছে এবং সে সত্যিকার অর্থেই দারুণ খেলেছে। তাকে আমরা এজন্যই দেরিতে নামিয়েছি। সেটা কাজেও দিয়েছে। ব্যাটসম্যানদের প্রতি আমি আত্মবিশ্বাসী ছিলাম।'