হারা ম্যাচেও ইতিবাচক কিছুর খোঁজে সাকিব

ছবি:

নিদাহাস ট্রফির টান টান উত্তেজনাপূর্ণ ফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হারেছে বাংলাদেশ দল। হারের ব্যবধানটা দেখলে কোনো ভাবেই ম্যাচের উত্তেজনা বোঝা যাবে না। এই ম্যাচটি গড়িয়েছে শেষ বল পর্যন্ত।
বাংলাদেশের দেয়া ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়েছিল ভারত। কিন্তু উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকের ৮ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে শেষ বলে জয় পায় ভারত।

এর মধ্যে দিয়ে বাংলাদেশের ফাইনালে হারের বহরে যোগ হলো আরেকটি পরাজয়। এ নিয়ে পাঁচটি টুর্নামেন্টের ফাইনাল হেরেছে টাইগাররা। তবে, এই ম্যাচে ভারতের সঙ্গে মাথা উঁচিয়ে শেষ বল পর্যন্ত লড়ে গেছে টাইগাররা। এটাই বাংলাদেশ দলের প্রাপ্তি।
টাইগার অধিনায়ক সাকিব আল হাসান পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই ম্যাচ জয়ের কৃতিত্ব দীনেশ কার্তিককে দিয়েছেন। তাছাড়া, এই হারা ম্যাচ থেকেও ইতিবাচক কিছু খুঁজছেন তিনি।
সাকিব জানিয়েছেন, "এটা আমাদের ব্যথিত করেছে কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সব ক্রেডিট দীনেশ কার্তিককে দিতে হয়। আমরা এই খেলা থেকে অনেক ইতিবাচক কিছু নিতে পারি এবং একসময় আমরা জিততেও পারবো।"