promotional_ad

সাকিবের পর রুবেলের আঘাত

promotional_ad

নিদাহাস ট্রফির ফাইনালে আজ ভারতের বিপক্ষে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। দলের পক্ষে সাব্বির রহমান খেলেছেন মাত্র ৫০ বলে ৭৭ রানের ঝড়ো একটি ইনিংস।


আর শেষের দিকে মেহেদি হাসান মিরাজও খেলেছেন ৭ বলে ১৯ রানের একটি ক্যামিও। আর এর সুবাদেই চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় সাকিব আল হাসানের দল।  এদিকে ইতিমধ্যে টাইগারদের ছুঁড়ে দেয়া ১৬৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান।


আর শুরুতেই এই দুই ওপেনার দলকে ঝড়ো সূচনা এনে দিয়েছেন। সাকিবের প্রথম ওভারে ৭ রান নিলেও দ্বিতীয় ওভারে মেহেদি হাসান মিরাজের দ্বিতীয় ওভারে ১৭ রান নেন অধিনায়ক রোহিত। মিরাজের ওভারে ২ টি ছয় এবং ২টি চার মারেন তিনি। 


তবে এরপর তৃতীয় ওভারে আবারো বোলিংয়ে এসেই শিখর ধাওয়ানের উইকেটটি তুলে নিয়ে ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক সাকিব। মিড অন অঞ্চলে বিকল্প ফিল্ডার আরিফুল হকের হাতে ধাওয়ানকে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি।


ডাউন দ্যা উইকেটে এসে ফ্লিক করতে গিয়ে আরিফুলের তালুবন্দি হন ভারতীয় ওপেনার। সাকিবের ঠিক পরের ওভারেই আঘাত হানেন পেসার রুবেল হোসেন। দারুণ একটি বলে নতুন ক্রিজে নামা সুরেশ রায়নাকে উইকেটরক্ষক মুশফিকের তালুবন্দি করান তিনি।


বলটি খালি চোখে দেখে ওয়াইড মনে হওয়ায় শুরুতে ওয়াইডই দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু অধিনায়ক সাকিব রিভিউ নেয়ায় পরবর্তীতে দেখা যায় রায়নার ব্যাটে হালকা ছুঁয়ে গিয়েছিলো বলটি। ফলে রিভিউটি পক্ষেই গিয়েছে বাংলাদেশের। 



promotional_ad

আর রায়নার উইকেটটি হারিয়ে ভারতের স্কোর দাঁড়িয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেট হারিয়ে ৩৭ রান। (৪ ওভার)। ক্রিজে রোহিত শর্মার সাথে যোগ দিয়েছেন সুরেশ রায়না।  


এর আগে এই ম্যাচের শুরুতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাসের ব্যাটে দাপুটে শুরু পায় টাইগাররা।


তবে লিটন কুমার দাস ৯ বলে ১১ রান করে ওয়াশিংটনের বলে রায়নার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। শার্দুল ঠাকুরের বলে ১৩ বলে ১৫ রান করা তামিমকে সীমানার কাছে শার্দুল ঠাকুরের চোখ জুড়ানো ক্যাচে ফিরিয়েছেন চাহালের বলে।


একই ওভারে মাত্র ১ রান করে ধাওনের ক্যাচে আউট হয়েছেন সৌম্য সরকার। চতুর্থ উইকেট জুটিতে মুশফিক-সাব্বিরের ব্যাটে রান বাড়াতে থাকে টাইগাররা। কিন্তু ১২ বলে ৯ রান করে চাহালের বলে মুশফিক শঙ্করের হাতে ক্যাচ দিলে এই দুর্দান্ত জুটি ভাঙে।


এরপর সাব্বিরের সাথে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু সাব্বিরের সাথে ভুল বোঝাবুঝিতে ২১ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। তারপর সাকিবকে সঙ্গে নিয়ে মাত্র ৩৭ বলে দুর্দান্ত এক অর্ধশতক তুলে নিয়েছেন সাব্বির রহমান। 


সাকিবও রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন ৭ রান করে। সাব্বির ৭৭ রান করে উনাদকাটের বলে বোল্ড হয়ে ফিরেছেন। একই ওভারে কোনো রান না করে বোল্ড আউট হয়েছেন রুবেল হোসেন। তারপর মেহেদী হাসান মিরাজ ৭ বলে ঝড়ো ২৫ ও মুস্তাফিজ ৩ বলে কোনো রান না করে অপরাজিত থাকলে লড়াইয়ের পুঁজি পায় টাইগাররা।



বাংলাদেশ একাদশ-


তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।


ভারত একাদশ- 


রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, মনিষ পান্ডে, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, জয়দেব উনাদকাট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball