সাব্বিরের সাথে ভুল বোঝাবুঝিতে আউট মাহমুদুল্লাহ

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচের শুরুতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
তারপর বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস ব্যাটিংয়ে নামেন। এই দুজনের ব্যাটে দাপুটে শুরু পায় টাইগাররা। তবে লিটন কুমার দাস ৯ বলে ১১ রান করে ওয়াশিংটনের বলে রায়নার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
শার্দুল ঠাকুরের বলে ১৩ বলে ১৫ রান করা তামিমকে সীমানার কাছে শার্দুল ঠাকুরের চোখ জুড়ানো ক্যাচে ফিরিয়েছেন চাহালের বলে। একই ওভারে মাত্র ১ রান করে ধাওনের ক্যাচে আউট হয়েছেন সৌম্য সরকার।
চতুর্থ উইকেট জুটিতে মুশফিক-সাব্বিরের ব্যাটে রান বাড়াতে থাকে টাইগাররা। কিন্তু ১২ বলে ৯ রান করে চাহালের বলে মুশফিক শঙ্করের হাতে ক্যাচ দিলে এই দুর্দান্ত জুটি ভাঙে। এরপর সাব্বিরের সাথে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদ।

কিন্তু সাব্বিরের সাথে ভুল বোঝাবুঝিতে ২১ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ।
মাহমুদুল্লাহ ৫ ও সাব্বির ২৩ রানে অপরাজিত আছেন। ১৪.৪ ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৫ রান।
এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে কোনো পরিবর্তন নেই। টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দল দুই পেসারের সাথে ৩ জন স্পেশালিষ্ট স্পিনার খেলাচ্ছে।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ভারত একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, মনিষ পান্ডে, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, জয়দেব উনাদকাট।