মাহমুদুল্লাহর এক হাজার

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে টি২০ ক্যারিয়েরে এক হাজার রানের মাইল ফলক স্পর্ষ করেছেন টাইগার ব্যাটিং তারকা মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ক্যারিয়ারের ৬৭ তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্ষ করেছেন।
এই ম্যাচের আগে ২১ গড় ও ১২০ স্ট্রাইক রেটে ৯৯৬ রান সংগ্রহ ছিল মাহমুদুল্লাহর। মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বলে ৪৩* রানের বিধ্বংসী ইনিংস খেলে এক হাজারি ক্লাবের খুব কাছে পৌঁছে যান।

রিয়াদ ব্যর্থ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। ২৮ রানের ইনিংস খেলে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে একই ম্যাচে ফিফটি করা তামিম এখন পর্যন্ত ১৪২৫ টি-টুয়েন্টি রানের মালিক। তামিমের পরেই ১২৩০ রান নিয়ে দ্বিতীয়তে অবস্থান সাকিব আল হাসান।