অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালের লড়াইয়ে টাইগাররা

ছবি:

পঞ্চমবারের মতো কোনো ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ খেলতে নামছে বাংলাদেশ দল। নিদাহাস ট্রফির এই ফাইনাল ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। হাইভোল্টেজ এই ম্যাচে এরই মধ্যে টসে হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা।
আর আজ অপরিবর্তিত একাদশ নিয়ে ভারতের মুখোমুখি হচ্ছে তারা। গত ম্যাচের মতো এই ম্যাচেও খেলছেন স্পিনার নাজমুল ইসলাম অপু।
অপরদিকে বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে ১৭ রানে জয় পাওয়া ভারত আজ খেলতে নামছে একটি পরিবর্তন নিয়ে। আজ মোহাম্মদ সিরাজের বদলে একাদশে সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকাট।

বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ভারত একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, মনিষ পান্ডে, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, জয়দেব উনাদকাট।