promotional_ad

বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়েই প্রশ্ন তুললো লঙ্কান মিডিয়া

promotional_ad

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনে সবথেকে বেশি যার অবদান ছিলো তিনি হলেন প্রয়াত এবং সাবেক আইসিসির সভাপতি জগমোহন ডালমিয়া। বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী ডালমিয়া  লাল সবুজের দেশটির প্রতি এতটাই সহৃদয় ছ???লেন যে আইসিসির কাছে টেস্ট মর্যাদার জন্য সুপারিশও করেছিলেন।  


অথচ এই বন্ধু প্রতীম এই ডালমিয়াই নাকি বাংলাদেশকে সাহায্য করে ভুল করেছিলেন! এমনটাই দাবি করছে শ্রীলঙ্কার একটি সংবাদ পত্রিকা। 'দ্যা আইল্যান্ড' নামক সেই অনলাইন সংবাদমাধ্যমে সম্প্রতি একটি প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে বাংলাদেশকে টেস্ট মর্যাদা পেতে সাহায্য করায় ডালমিয়াকে দাড় করানো হয়েছে কাঠগড়ায়। 


সেখানে এক জায়গায় লেখা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেটের অনেক বড় কর্তা, কলকাতার বিত্তশালী ব্যবসায়ী জগমোহন ডালমিয়া ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু তাঁর দু-একটি ভুলও রয়েছে যার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেয়া। এর জন্য তাঁর ১০০০ ডিমেরিট পয়েন্ট পাওয়া উচিত।'



promotional_ad

বাংলাদেশকে নিয়ে এরুপ কটাক্ষ করার কারণ জানতে অবশ্য খুব বেশি অনুসন্ধানের প্রয়োজন নেই। চলমান নিদাহাস ট্রফিতে এই বাংলাদেশের কাছে হেরেই সিরিজ থেকে বিদায় নিতে হয়েছে আয়োজক দেশ শ্রীলঙ্কাকে। মূলত এরপর থেকেই লঙ্কান মিডিয়া নেমেছে বাংলাদেশকে হেয় করার মিশনে।


বিশেষ করে গত ম্যাচে নো বল বিতর্ককে কেন্দ্র করে অধিনায়ক সাকিব আল হাসানের আচরণ নিয়েই সমালোচনা ঝড় বইছে সবখানে। তার ওপর দোসর হিসেবে যোগ হয়েছে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার সাথে নুরুল হাসান সোহানের বাকবিতন্ডা। 


ইতিমধ্যে সেই ঘটনার জন্য সাকিব ও সোহানকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তাদের নামের পাশে। কিন্তু এই শাস্তিও নাকি যথেষ্ট নয় তাদের জন্য বলে দাবি করছে লঙ্কানদের অনেকেই।



এবার এই আচরণকে হেতু বানিয়ে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়েও প্রশ্ন তুললো লঙ্কান মিডিয়া। হয়তো টাইগারদের কাছে মাঠের লড়াইয়ে ব্যর্থ হয়ে এবার মনস্তাত্ত্বিক লড়াই দিয়েই তাদের ঘায়েল করতে উদগ্রীব হয়ে আছে তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball