promotional_ad

ভুল আম্পায়ারদেরই ছিলঃ জয়াবর্ধনে

promotional_ad

শুক্রবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচে মাঠ উপস্থিত আম্পায়াররা লঙ্কান পেসার ইসুরু উদানার পর পর দুটি বল বাউন্সার ঘোষণা দিলেও নো বল না দেয়ার কারণে বিতর্কের সৃষ্টি হয়।


এক পর্যায়ে এই বিতর্কের জের ধরে মাঠ থেকে বের হয়ে আসতে নেয় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি ঠাণ্ডা করে আবারও মাঠে নেমে দুর্দান্ত জয় তুলে নেয় সাকিব বাহিনী।


এদিকে সেদিন ম্যাচ জিতলেও এখনও সেই নো-বল বিতর্কের রেশ কাটেনি। এবার সেই নো-বল প্রসঙ্গে কথা বলেছেন লঙ্কান সাবেক অধিনায়ক এবং লিজেন্ডারি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে।



promotional_ad

সাবেক এই দলপতি মনে করেন শেষ ওভারে যে পরিস্থিতি হয়েছি সেটাকে এড়ানো সম্ভব ছিল। আম্পায়াররা ভুল করেছেন বলেও জনান তিনি। কিন্তু তারপরও টাইগার ক্রিকেটাররা যা করেছেন সেটা নিয়ে সন্তুষ্ট নন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।


প্রথম আলোকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন এসব কথা। সেখানে তিনি বলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের শেষ ওভারে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা এড়ানো যেত। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ওই দুটি বল ছিল “নো”। এটা আম্পায়ারদের ভুল।


কিন্তু তারা পরিস্থিতির অবনতি ঘটান সবার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে। কথা বলেই তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারতেন। কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছেন। তবে বাংলাদেশের খেলোয়াড়েরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে।



বিশেষ করে তারা যেভাবে ম্যাচ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে, সেটা তরুণদের জন্য মোটেও শিক্ষণীয় কিছু নয়। এটা ঠিক যে ম্যাচের ওই পরিস্থিতিতে খেলোয়াড়েরা খুবই আবেগপ্রবণ ছিলেন। কিন্তু খেলার প্রতি তো তাদের একটা দায়িত্ববোধ আছে!’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball