পারবেন তো মুশফিক?

ছবি:

নিদাহাস ট্রফির ফাই??ালের আগে আসরের সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের তালিকায় দারুণ এক প্রতিযোগিতায় বাংলাদেশী উইকেটরক্ষক মুশফিকুর রহিম এবং ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।
আসরে ভারতীয় ওপেনার ধাওয়ানের সংগ্রহ ১৮৮ রান। আর এই রানে তার অবস্থান তৃতীয় স্থানে। মুশফিকের রান তার ঠিক দুই বেশি (১৯০)। আর তাই মুশফিক আছেন তালিকার দ্বিতীয় স্থানে।

তবে ২০৪ রান করে এই তালিকার সবচেয়ে উপরে আছেন লঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরা। ফাইনালের লড়াইয়ে তিনি থাকছেন না। কেননা অঘোষিত সেমিফাইনালের হেরে আসর থেকে বাদ শ্রীলংকা দল।
তবে গড়ের দিক থেকে খুব ভালো অবস্থান মুশফিকের। এমনকি তার ধারে কাছেও নেই কেউ। চার ইনিংস খেলে এখন পর্যন্ত তার গড় ৯৫। সমান ইনিংস খেলে পেরেরার গড় ৪৭।
আর ধাওয়ানের গড় ৪৭। প্রসঙ্গত, সিরিজের দুটি ম্যাচে ৭২ রান করে অপরাজিত ব্যাটসম্যান হিসেবে উইকেটে ছিলেন মুশফিক। আর তাই গড়'র খাতায় এই সিরিজে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি।