ফাইনালে টাইগারদের সম্ভাব্য একাদশ

ছবি:

দেশের মাটিতে টানা তিনটি সিরিজে হেরে যাওয়ার পর অনেকটা বিপর্যস্ত অবস্থাতে থেকেই শ্রীলঙ্কা যাত্রা করেছিলো বাংলাদেশ। আর লঙ্কানদের মাঠে গিয়েই যেন হারানো সোনার হরিণ খুঁজে পেলো টাইগাররা।
ভারতের বিপক্ষে ৬ উইকেটের পরাজয় দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই স্বাগতিক লঙ্কানদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করে। এরপর তৃতীয় ম্যাচে সেই ভারত জুজু থেকে বের হতে না পারলেও সর্বশেষ ম্যাচে আবারো সেই লঙ্কানদের হারিয়ে সিরিজের ফাইনাল নিশ্চিত করে টিম টাইগার্স।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় নিদাহাস ট্রফির ফাইনালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোহিত শর্মার দলের মুখোমুখি হবে সাকিব আল হাসানের বাংলাদেশ। গত ম্যাচে রুদ্ধশ্বাস জয় পাওয়ায় স্বভাবতই বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা। পাশাপাশি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ফেরাতে বাড়তি আত্মবিশ্বাস তো থাকছেই।
এদিকে আজকের এই ফাইনালে বাংলাদেশ দল একজন স্পিনার কম নিয়ে মাঠে ন???মতে পারে। সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন নাজমুল ইসলাম অপু। তাঁর পরিবর্তে একজন বাড়তি পেসার নিয়ে খেলতে পারে টাইগাররা। তেমনটি হলে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে পেসার আবু হায়দার রনির।

যদিও ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি রনি। ৪ ওভার বোলিং করে ৪৩ রানে উইকেট শুন্য ছিলেন তিনি। এরপরেও আরেকটি সুযোগ তাকে দিতে পারে টিম ম্যানেজমেন্ট।
সেক্ষেত্রে রনি ছাড়া একাদশে আর তেমন কোনো পরিবর্তন আসবে না বলেই ধারণা করা যাচ্ছে। অবশ্য উইনিং কম্বিনেশন ঠিক রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েও মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে টাইগারদের।
অপরদিকে ধরে নেয়া যায় বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে ১৭ রানের জয় পাওয়ায় আজকের ম্যাচে দল নিয়ে তেমন পরীক্ষা নিরীক্ষা করবে না ভারত। সুতরাং তারাও অপরিবর্তিত একাদশ নিয়েই আজ খেলতে নামতে পারে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু/ আবু হায়দার রনি।
ভারত একাদশ (সম্ভাব্য)-
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, দীনেশ কার্ত্তিক (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, মনিষ পান্ডে, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।