নির্ভার থাকাই টাইগারদের মূলমন্ত্র

ছবি:

আগের দিন স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। তাই ফাইনালের আগের দিন ফুরফুরে মেজাজেই সময় কাটিয়েছেন টাইগার ক্রিকেটাররা। প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করেছেন কেবল কয়েকজন ক্রিকেটার।
তাদেরই একজন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সদ্যই ইনজুরি থেকে ফেরা সাকিব নেটে ঘাম ঝরিয়েছেন বেশ খানিকক্ষণ। এরপর দলের প্রতিনীধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন। তিনি জানিয়েছেন ফাইনালে তার দল নির্ভার হয়েই মাঠে নামতে চায়।
সাকিব বলেছেন, “আমরা চেষ্টা করছি যতটা রিল্যাক্স থাকা যায় এবং খোলা মনে থাকা যায়। টি-টোয়েন্টি ম্যাচে ভালো করার জন্য ফ্রি থাকাটা খুবই জরুরি। চাপ হিসেবে চিন্তা করলেই চাপ; আর না চিন্তা করলে চাপ না। আমি নিশ্চিত সবাই অনেক রিল্যাক্স আছে।”
কালকের ম্যাচ পর্যন্ত এই ভারহীন মানসিকতাটা ধরে রাখতে পারলে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন এই টাইগার অধিনায়ক, “কালকের ম্যাচ পর্যন্ত যদি এটা ধরে রাখতে পারি তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আশা করি, কেউ কোনো রকম চাপ নিবে না। শুধু খেলার দিকেই মনোযোগ দেবে এবং প্রক্রিয়াটা ঠিক রাখার চেষ্টা করবে।”

দেশের মাটিতে ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, ২০১২ এশিয়া কাপের ফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল দেখেছে বাংলাদেশ দল। এই তালিকায় সবশেষ সংযোজন গত জানুয়ারিতে লঙ্কানদের বিপক্ষে আরেকটি ফাইনালে হারের বেদনা।
ফাইনালের ভার না নিতে পারার কারণ হিসেবে মানসিকতার দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক সাকিব। তবে, দল চাপমুক্ত থাকলে তা ভালো হবে বলে জানিয়েছেন সাকিব।
অধিনায়কের ভাষ্যমতে, “সবার মানসিকতা এক রকম না। সবার চিন্তাধারাও এক রকম না। (মানসিক বাধা) হয়ত কারও ওপর প্রভাব ফেলে, কারও ওপর ফেলে না। আমি আশা করব যেন, কারোর ওপরই প্রভাব না ফেলে। সেটা যদি না করে তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।”
চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার দিকেই মনোযোগ দিতে চান সাকিব, “আমরা যদি ফাইনাল ম্যাচ মনে করি, মনে করি চাপের ম্যাচ। ভারতের বিপক্ষে খেলা, অনেক বড় ম্যাচ, তাহলে আসলে চাপ। এগুলো চিন্তা না করে, একটা দলের সঙ্গে প্রতিযোগিতা হবে, যারা ভালো করবে তারাই জিতবে... তাই সে দিকেই মনোযোগ রাখা উচিত।”
নিদাহাস ট্রফির ফাইনালকে আরেকটি সুযোগ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক, “কয়েকটা ফাইনাল খেলেছি। আমাদের জন্য এটি আরেকটি সুযোগ। ভারত যদিও খুব ভালো দল। যেভাবে খেলেছে, তাতে ওরাই ফেভারিট। ভালো ক্রিকেট খেলার লক্ষ্য থাকবে আমাদের। সবাই মুখিয়ে আছে ভালো করতে।”